অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল Logo ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন Logo লালমনিরহাটে মাদক ও অস্ত্র সহ আটক তিনজনকে আদালতে প্রেরণ Logo পাটগ্রামে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

পা ধরে মাফ চাইলেন ছাত্রলীগ নেতারা

ডেস্ক: চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মীর হাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের লাঞ্ছনার ঘটনার একদিন পর পা ধরে মাফ চেয়ে আপাতত পার পেয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা।

রোববার দিনগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী নগরীর লালখান বাজারে মোছলেম উদ্দিনের বাসায় গিয়ে পা ধরে ক্ষমা চান।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি আওয়ামী লীগনেতা মোছলেম উদ্দিনের পা ধরে ক্ষমা চাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় মোছলেম উদ্দিনের বাসায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

নুরুল আজিম রণি জানান, গত শনিবার চট্টগ্রামের লালদীঘির ময়দানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেষের দিকে ওমর গণি এম ই এস কলেজের ছাত্রলীগ নেত ইলিয়াছকে ধাক্কা দেওয়ার জেরেই লাঞ্ছিত হন মোছলেম উদ্দিন আহমেদ।

এর প্রতিবাদে ওইদিন রাত ৮টায় শ্রমিকলীগের ব্যানারে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে নগরীর কালুরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বোয়ালখালি উপজেলার লোকজন। মোছলেম উদ্দিনের বাড়ি নগরীর পাশ্ববর্তী বোয়ালখালী উপজেলায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। ফলে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না নেতাকর্মীদের। এরপরই নেতাকর্মীরা ইলিয়াছের নেতৃত্বে বাসায় গিয়ে মোছলেম উদ্দিন সাহেবের পা ধরে ক্ষমা চান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শেষে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জেলা পরিষদের প্রশাসক এমএ ছালাম বক্তব্য দেওয়ার পর মোছলেম উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার বক্তব্য শেষ হলে সেখানে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় ‘লাল টুপি’ পরা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে মোছলেম উদ্দিন ধাক্কা দিলে ছাত্রলীগ কর্মীরা তার দিকে তেড়ে গিয়ে মারতে উদ্যত হয়। এ সময় পাশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতা তাকে রক্ষার চেষ্টা করেন। মোছলেম উদ্দিনকে উদ্দেশ করে কিছু ছাত্রলীগ কর্মী অশালীন ও কটু মন্তব্য করে। একপর্যায়ে নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ কর্মীরা। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও কয়েকজন পুলিশ সদস্যকে এ সময় তাদের নিবৃত্ত করে ফের মোছলেম উদ্দিনকে মাঠে ঢুকিয়ে দিতে দেখা যায়। পরে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আফছারুল আমীনের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন মোছলেম উদ্দিন।

Tag :
জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন

পা ধরে মাফ চাইলেন ছাত্রলীগ নেতারা

আপডেট টাইম : ০৩:০৫:২৯ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০১৬

ডেস্ক: চট্টগ্রাম নগরের লালদীঘি ময়দানে প্রধানমন্ত্রীর সঙ্গে ভিডিও কনফারেন্স শেষে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতাকর্মীর হাতে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদের লাঞ্ছনার ঘটনার একদিন পর পা ধরে মাফ চেয়ে আপাতত পার পেয়েছেন অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীরা।

রোববার দিনগত রাত ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মোহাম্মদ ইলিয়াছের নেতৃত্বে ৫০-৬০ জন নেতাকর্মী নগরীর লালখান বাজারে মোছলেম উদ্দিনের বাসায় গিয়ে পা ধরে ক্ষমা চান।

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি আওয়ামী লীগনেতা মোছলেম উদ্দিনের পা ধরে ক্ষমা চাওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সময় মোছলেম উদ্দিনের বাসায় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপস্থিত ছিলেন বলে তিনি জানান।

নুরুল আজিম রণি জানান, গত শনিবার চট্টগ্রামের লালদীঘির ময়দানে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্স শেষের দিকে ওমর গণি এম ই এস কলেজের ছাত্রলীগ নেত ইলিয়াছকে ধাক্কা দেওয়ার জেরেই লাঞ্ছিত হন মোছলেম উদ্দিন আহমেদ।

এর প্রতিবাদে ওইদিন রাত ৮টায় শ্রমিকলীগের ব্যানারে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের শাস্তির দাবিতে নগরীর কালুরঘাট এলাকায় সড়ক অবরোধ করে বোয়ালখালি উপজেলার লোকজন। মোছলেম উদ্দিনের বাড়ি নগরীর পাশ্ববর্তী বোয়ালখালী উপজেলায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মোছলেম উদ্দিনকে লাঞ্ছিত করার ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে। ফলে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না নেতাকর্মীদের। এরপরই নেতাকর্মীরা ইলিয়াছের নেতৃত্বে বাসায় গিয়ে মোছলেম উদ্দিন সাহেবের পা ধরে ক্ষমা চান।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স শেষে বিভিন্ন গণমাধ্যমে বক্তব্য দিচ্ছিলেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা। ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, জেলা পরিষদের প্রশাসক এমএ ছালাম বক্তব্য দেওয়ার পর মোছলেম উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তার বক্তব্য শেষ হলে সেখানে হুড়োহুড়ি লেগে যায়। এ সময় ‘লাল টুপি’ পরা কয়েকজন ছাত্রলীগ কর্মীকে মোছলেম উদ্দিন ধাক্কা দিলে ছাত্রলীগ কর্মীরা তার দিকে তেড়ে গিয়ে মারতে উদ্যত হয়। এ সময় পাশে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতা তাকে রক্ষার চেষ্টা করেন। মোছলেম উদ্দিনকে উদ্দেশ করে কিছু ছাত্রলীগ কর্মী অশালীন ও কটু মন্তব্য করে। একপর্যায়ে নগর আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ধাওয়া দেওয়ার চেষ্টা করে ছাত্রলীগ কর্মীরা। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি ও কয়েকজন পুলিশ সদস্যকে এ সময় তাদের নিবৃত্ত করে ফের মোছলেম উদ্দিনকে মাঠে ঢুকিয়ে দিতে দেখা যায়। পরে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য আফছারুল আমীনের গাড়িতে করে ঘটনাস্থল ত্যাগ করেন মোছলেম উদ্দিন।