
বাংলার খবর২৪.কম : দেশে বিদেশি চিকিৎকরা ‘অবৈধ’ প্র্যাকটিস করছেন বলে স্বীকার করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সরকার এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করছে বলেও জানান তিনি।
সোমবার দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ কথা বলেন।
দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এ বিষয়ে প্রশ্ন ছিলো- ‘বিশেষজ্ঞ চিসিৎসক ও চিকিৎসা থাকা সত্বেও বাংলাদেশে বিদেশি চিকিৎসকদের অবৈধ প্র্যাকটিসের অভিযোগ পাওয়া যাচ্ছে। তারা দেশ থেকেও রোগী বাগিয়ে নিচ্ছে। সরকার এ বিষয়ে কোন পদক্ষেপ নিবে কি না?’
উত্তরে বিষয়টি স্বীকার করে মন্ত্রী বলেন, ‘বিদেশি চিকিৎসকদের বাংলাদেশে কাজ করতে হলে প্রথমে তাকে কাজ করার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে করতে হবে। পরে বিএমডিসি থেকে সাময়িক রেজিস্ট্রেশন ও স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তা অনুমোদিত হওয়ার পরেই প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি দেয়া হয়।’
ছানোয়ার হোসেনের (টাঙ্গাইল-৫) প্রশ্নের উত্তরে ‘দেশে দুইলাখ ৮০ হাজার অটিস্টিক শিশু রয়েছে’ জানিয়ে মন্ত্রী বলেন, ‘সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে এ সংখ্যা জানানো হয়েছে। এ হিসাবে প্রতি ৫০০ জনে একজন করে অটিজমে আক্রান্ত। অটিজম নিরসনে কিছু যুগোপযোগি কর্মপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।’
এম এ হান্নানের (ময়মনসিংহ-৭) প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভেজাল ওষুধ প্রতিরোধে সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। চলতি বছরের জানুয়ারি হতে আগস্ট পর্যন্ত ওষুধ আইন লঙ্ঘনের দায়ে পরিচালিত মোবাইল কোর্ট ৫৬ লাখ ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে। সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ২৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।’
পঞ্চানন বিশ্বাসে (খুলনা-১) প্রশ্নের উত্তরে নাসিম বলেন, ‘সারাদেশে ১২ হাজার ৫৮৪টি কমিউনিটি ক্লিনিকে সেবাদান কার্যক্রমম চলমান আছে। এর সংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কমিউনিটি ক্লিনিক স্থাপন নীতিমালা অনুযায়ী প্রতি ইউনিয়নের প্রতিটি সাবেক ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক নির্মাণ করতে হবে।
প্রতি ইউনিয়নের সাবেক ওয়ার্ড অনুযায়ী মোট তিনটি কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হয়ে থাকে। যদি কোথাও এমন ক্লিনিক নির্মাণ না হয়ে থাকে, তাহলে দান হিসেবে কোন জমি বা খাস জমি প্রাপ্তি সাপেক্ষে নির্মাণ করা হবে।’