
ডেস্ক: দরজায় কড়া নাড়ছে শীত। শীতের আগমনী বার্তা অনুভূত হচ্ছে। তাই শীত জেঁকে বসার আগেভাগেই শীতের প্রস্তুতি নিচ্ছে রাজধানীবাসী।
দিনের বেলায় শীতের প্রভাব তেমন একটা অনুভূত না হলেও রাতের শেষ অংশে এবং ভোরের দিকে কিন্তু ঠিকই শীত তার আগমনের কথা মনে করিয়ে দিচ্ছে।
শীতের আগমন উপলক্ষে গরম কাপড়ের পসরা সাজিয়ে বসতে শুরু করেছেন বিক্রেতারা। শীতের প্রস্তুতি হিসেবে ক্রেতারাও আগেভাগেই কিনতে শুরু করেছেন শীতের পোশাক।
রাজধানীর শপিংমলের দোকানগুলোতে যেমন সাজানো হচ্ছে শীতের কাপড়, তেমনি নিম্ন আয়ের মানুষের জন্য ফুটপাতজুড়ে বসেছে অসংখ্য গরম কাপড়ের দোকান। বিক্রিও হচ্ছে জমজমাটভাবে, সব মিলিয়ে শীতের আগমনের প্রস্তুতি নিচ্ছে রাজধানীবাসী।
রাজধানীর পল্টন মোড়ে শীতের আগমন উপলক্ষে গরম কাপড়ের দোকান বসিয়েছেন বেলাল উদ্দীন। তিনি বলেন, বছরের অন্য সময় নানা ধরনের জামা-কাপড় বিক্রি করলেও এই সময়ে গরম কাপড় তুলেছি। শীত আসছে তাই রাজধানীবাসী আগে থেকেই গরম কাপড় কিনতে শুরু করেছে। ভালোই বিক্রি হচ্ছে, তবে আর কিছুদিন পর থেকে মূল বিক্রি শুরু হবে বলে জানান তিনি।
গুলিস্তান এলাকায় গরম কাপড়ের দোকানি মোহাম্মাদ স্বপন আলী বলেন, গরম কাপড় বিক্রি শুরু হয়েছে আরো বেশ কিছুদিন আগে থেকেই। তবে শিশুদের জন্য গরম কাপড় বেশি বিক্রি হচ্ছে।
এ সময় নিজের শিশু সন্তানের জন্য গরম কাপড় কিনতে আসা এক গৃহিণী সালমা সুলতানা বলেন- শীত আসছে, এই আবহাওয়া পরিবর্তনের সময়টা শিশুদের জন্য খুবই মারাত্মক। যেন আমার শিশুটা ঠাণ্ডাজনিত কারণে অসুস্থ হয়ে না পড়ে, তাই গরম কাপড় কিনতে এসেছি।
অন্যদিকে শীতের আগমনকে পুঁজি করে রাজধানীর ফুটপাতগুলোতে বিভিন্ন পিঠার পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। এগুলোর মধ্যে আছে- ভাপা, চিতই, তেলের তৈরি পিঠা। সরষে বা কাঁচামরিচ সহযোগে ধনেপাতা বাটার সঙ্গে গরম গরম চিতই, গুড়-নারকেল মেশানো ভাপা-পিঠা বেশ বিক্রি হচ্ছে। সবকিছু মিলে শীতের আগমনের আমেজ শুরু হয়েছে রাজধানীতেও।