
ষ্টাফ রিপোর্টার : গত পাঁচ বছরে সারাদেশে কর্মক্ষেত্রে বিভিন্ন দুর্ঘটনায় ৩ হাজার ৮১ জন শ্রমিক নিহত হওয়ার তথ্য উঠে এসেছে এক জরিপে। সোমবার জরিপটি প্রকাশ করেছে সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি নামে একটি সংগঠন।প্রকাশিত জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে অগ্নিকাণ্ডের নিহতের সংখ্যা ৩শ ৭৩ জন।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে তাজরিন অগ্নিকাণ্ডের চার বছর পূর্তি সামনে রেখে ‘অগ্নিকাণ্ডসহ কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহতদের সম্পর্কে সংবাদপত্র ভিত্তিক জরিপ প্রতিবেদন প্রকাশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ জরিপ প্রতিবেদন প্রকাশ করে সংগঠনটি।
সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি (এসআরএস) এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।চলমান শ্রম আইনে ক্ষতিপূরণ সংক্রান্ত বিধান সংশোধন করে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত-নিহতের ক্ষেত্রে সর্বজন গৃহীত একটি মানদণ্ড নির্ধারণ করা ও দুর্ঘটনা রোধে কলকারখানার ভবন নির্মাণের ক্ষেত্রে বিল্ডিং কোড মানাসহ ৭ দফা দাবি জানানো হয় আয়োজক সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে ব্লাস্টের উপ-পরিচালক অ্যাড. মো. বরকত আলী ২০১৩ সালের সংশোধিত শ্রম আইনের দুর্বলতা উল্লখ করে বলেন, শ্রম আইনে ক্ষতিপূরণের বিষয়ে যথাযথ গুরুত্ব প্রদান করা হয়নি। এতে সুনির্দিষ্ট কোনো মাপকাঠি নির্ধারণ করা হয়নি।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান বলেন, প্রায় প্রতিটি ক্ষেত্রে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। শ্রম আইনে শ্রমিকদের প্রশিক্ষণের কথা বলা হলেও খুব কম মালিকই এ ব্যবস্থা করে থাকেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এসআরএসের নির্বাহী পরিচালক সেকেন্দার আলী, আইন কর্মকর্তা হাসিনা খানম, ব্লাস্টের সদস্য মাহবুবা আক্তার প্রমুখ।