
কুমিল্লা : কুমিল্লায় ৬৫ কেজি গাঁজা ও ১টি টাটা মিনি পিকআপ এবং মাদক বিক্রির নগদ প্রায় ৪ লাখ টাকারসহ মাদক পাচারকারী শামসুদ্দিন (৪৪)কে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২, এর একটি দল। গতকাল বুধবার গভীর রাতে জেলার বুড়িচং উপজেলা চরানল এলাকা থেকে আটক করা হয়। আটককৃত শামসুল উদ্দিন ভোলা জেলার ইলিশঅ গ্রামের মানিক মিয়ার পুত্র।
র্যাব জানায়- কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন চরানল গ্রামস্থ জনৈক মোঃ মহসীন আলী এর বসত বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে। উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মোঃ মহসীন আলম পালিয়ে যায়। পরে বাড়ীর উঠানে থাকা একটি টাটা মিনি পিকআপকে জব্ধ করে ড্রাইভার মোঃ শামসুদ্দিন আটক করে। পরে তার তথ্য জানায় সে মোঃ মহসীন আলমের গাড়ীর চালক। তাকে জিজ্ঞাসাবাদে সে উক্ত গাড়ীর বডির গোপন পাটাতনের ভিতরে গাঁজা আছে এবং বের করে দেয়। উক্ত আটককৃত সামসুদ্দিন উক্ত গাঁজা ও গাড়ীর প্রকৃত মালিক মোঃ মহসীন মিয়া।
পরে উপস্থিত সাক্ষীদের সাথে নিয়ে মহসীন আলীর বসত ঘরে তল্লাশী চালিয়ে গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩ লাখ ৯৯ হাজার ৩’শ টাকা উদ্ধার করা হয়। উক্ত উদ্ধারকৃত ৬৫ কেজি গাঁজার আনুমানিক মুল্য ৩ লাখ ৯০ হাজার টাকা বলে ধারণঅ করা হয়েছে। আটককৃত চালককে জিজ্ঞাসাবাদে সে আরো জানায়, উক্ত পিকআপে গোপন পাটাতনের ভিতরে গাঁজা বহন করে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে গাঁজা বিক্রয় করে আসছে। এ ব্যাপারে উক্ত ধৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।