
শেখ হাসিনাকে বহনকারী বিমানটি তুর্কমেনিস্তান বিমানবন্দরে জরুরি অবতরণের পর লন্ডন রুটের নিয়মিত ফ্লাইটের মাধ্যমে প্রধানমন্ত্রী আবারো হাঙ্গেরির রাজধানী বুদাপেষ্টের উদ্দেশে রওয়ানা হয়েছেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঢাকা-বুদাপেষ্ট যাত্রাপথে যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি।
এর আগে, ওয়াটার সামিটে যোগ দিতে সকালে বুদাপেস্টের উদ্দেশে ঢাকা ছেড়ে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে আছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সামিটে যোগদান ছাড়াও হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ওয়াটার সামিটে শেখ হাসিনা জাতিসংঘ ও বিশ্বব্যাংকের উদ্যোগে গঠিত পানি বিষয়ক উচ্চ পর্যায়ের প্যানেলের সদস্য। চারদিনের সফর শেষে ৩০ নভেম্বর ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। -সংবাদমাধ্যম।