
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মজু চৌধুরী ঘাট এলাকা থেকে ১৯ হাজার পিছ ইয়াবা সহ মো: মফিজ (৪০) নাকে এক পেশাদার মাদক ব্যবসায়ী কে আটক করেছে। এ ঘটনায় শুক্রবার সন্ধায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। আটককৃত ইয়াবা বাজারমূল্য প্রায় ৯৫ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে। আটককৃত মফিজ ভোলা জেলার চরফ্যাশন থানার নুরুল আমিন গ্রামের মৃত জয়নাল আবেদীনের পুত্র।
এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো: আবদুল্লাহ আল মামুন ভৃইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ হইতে ইয়াবা ট্যাবলেট চালান মজু চৌধুর হাট হয়ে ভোলা যাওয়ার পথে শুক্রবার দুুপুরে মজু চৌধুরী ঘাট এলাকায় থেকে ৯৫ হাজার পিছ ইয়াবা সহ মফিজ কে আটক করা হয়।। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়। সেই দীর্ঘ দিন টেকনাফ থেকে ইয়াবা এনে ভোলা, বরিশাল সহ বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে বলে জানান ওসি।