পূর্বাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫, ৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান Logo পূর্বগ্রাম ব্লাড ডোনার গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। Logo বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশী নাগরিক ফেরত Logo লক্করঝক্কর ফিটনেসবিহীন গাড়ির মেরামত ওয়ার্কশপে বিআরটিএ’র অভিযান Logo ঈদ যাত্রা নিশ্চিত করতে: গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে বিআরটিএ’র চেয়ারম্যান Logo ঈশ্বরদীতে দুর্ঘটনা: বাসের নিবন্ধন বাতিল করলো বিআরটিএ Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা

আমতলীতে ছেলে ও বউয়ের নির্যাতনে মা হাসপাতালে

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের বৃদ্ধ মা ছফুরা বেগমকে (৬৫) ছেলে মুরাদ হাওলাদার ও তার স্ত্রী মোর্শ্বেদা বেগম বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত ছফুরা বেগমকে পুলিশ উদ্ধার করে শুক্রবার আমতলী হাসপাতালে ভর্তি করেছে।জানাগেছে, উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত আবদুল গনি হাওলাদারের তিন ছেলে।

দুই ছেলে জাহাঙ্গির ও আলমগীর শহরে বসবাস করে। ছোট ছেলে মুরাদ ও তার স্ত্রী মাকে নিয়ে বাড়ীতে বসবাস করছিল। ছেলে মুরাদ ও তার স্ত্রী মোর্শ্বেদা মায়ের কাছে বাড়ী-ঘর লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। মা এতে রাজি হয়নি। এতে তারা ক্ষিপ্ত হয়ে মায়ের উপর নির্যাতন চালায়। মা ছফুরা বেগম ছেলে ও ছেলের বউয়ের নির্যাতন সহ্য করতে না পেয়ে বাড়ী থেকে চলে যায়। গত পাঁচ বছর ধরে বড় ছেলে ও মেঝ ছেলের কাছে বসবাস করছিল। গত বুধবার বৃদ্ধ মা ছোট ছেলে মুরাদের কাছে যায়। দু’দিন সেখানে অবস্থান করে। শুক্রবার খুব সকালে মাকে ছেলে ও তার বউ ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় মেঝ ছেলের বউ জহুরা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে আমতলী থানায় মামলা করেছে।আমতলী হাসাপাতালের সহকারী চিকিৎসক মো. হারুন -অর-রশিদ বলেন তার ডান পায়ের হাটুতে ২ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১ সেনিন্টমিটার প্রস্থ রক্তাক্ত জখম, গলায় লালচে দাগ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা রয়েছে।

তিনি আরো জানান তার যথাযথ চিকিৎসা চলছে।শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায় বৃদ্ধ মা ব্যথায় কাতরাচ্ছে। আহত মা ছফুরা বেগম হাউমাউ করে কেঁদে বলেন, ‘মোর পোলা আর পোলার বউ মোরে মারছে। বাড়ী লেইক্যা দেওয়ার কথা কয় মুই হেইতে রাহি না হওয়ার মোরে অরা বাড়ী অইতে নামাইয়ার দেছে। পাঁচ বচ্ছর পরে মুই বাড়ী গেছি, মোর পোলা ও বউ ঘরে আটকাইয়া গলা টিপপা ধইরা মারছে। দু’দিন ধইয়্যা খাইতে দেয় নাই। মুই মোর পোলা ও বউ বিচার চাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে মুঠো বলেন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বৃদ্ধ মাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছি। থানায় মামলা হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

নাটোর বিআরটিএ’র উদ্যোগে লক্করঝক্কর গাড়ির বিরুদ্ধে ওয়ার্কশপে অভিযান

আমতলীতে ছেলে ও বউয়ের নির্যাতনে মা হাসপাতালে

আপডেট টাইম : ০৫:০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬

বরগুনা: বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া গ্রামের বৃদ্ধ মা ছফুরা বেগমকে (৬৫) ছেলে মুরাদ হাওলাদার ও তার স্ত্রী মোর্শ্বেদা বেগম বেধরক মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আহত ছফুরা বেগমকে পুলিশ উদ্ধার করে শুক্রবার আমতলী হাসপাতালে ভর্তি করেছে।জানাগেছে, উপজেলার চরকগাছিয়া গ্রামের মৃত আবদুল গনি হাওলাদারের তিন ছেলে।

দুই ছেলে জাহাঙ্গির ও আলমগীর শহরে বসবাস করে। ছোট ছেলে মুরাদ ও তার স্ত্রী মাকে নিয়ে বাড়ীতে বসবাস করছিল। ছেলে মুরাদ ও তার স্ত্রী মোর্শ্বেদা মায়ের কাছে বাড়ী-ঘর লিখে দেয়ার জন্য চাপ প্রয়োগ করে। মা এতে রাজি হয়নি। এতে তারা ক্ষিপ্ত হয়ে মায়ের উপর নির্যাতন চালায়। মা ছফুরা বেগম ছেলে ও ছেলের বউয়ের নির্যাতন সহ্য করতে না পেয়ে বাড়ী থেকে চলে যায়। গত পাঁচ বছর ধরে বড় ছেলে ও মেঝ ছেলের কাছে বসবাস করছিল। গত বুধবার বৃদ্ধ মা ছোট ছেলে মুরাদের কাছে যায়। দু’দিন সেখানে অবস্থান করে। শুক্রবার খুব সকালে মাকে ছেলে ও তার বউ ঘরের মধ্যে আটকে রেখে মারধর করে। এ ঘটনা দেখে স্থানীয় লোকজন পুলিশ খবর দেয়। পুলিশ গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছে।

এ ঘটনায় মেঝ ছেলের বউ জহুরা বেগম বাদী হয়ে শুক্রবার রাতে আমতলী থানায় মামলা করেছে।আমতলী হাসাপাতালের সহকারী চিকিৎসক মো. হারুন -অর-রশিদ বলেন তার ডান পায়ের হাটুতে ২ সেন্টিমিটার দৈর্ঘ্য ও ১ সেনিন্টমিটার প্রস্থ রক্তাক্ত জখম, গলায় লালচে দাগ ও শরীরের বিভিন্ন স্থানে ফুলা রয়েছে।

তিনি আরো জানান তার যথাযথ চিকিৎসা চলছে।শনিবার হাসপাতালে গিয়ে দেখা যায় বৃদ্ধ মা ব্যথায় কাতরাচ্ছে। আহত মা ছফুরা বেগম হাউমাউ করে কেঁদে বলেন, ‘মোর পোলা আর পোলার বউ মোরে মারছে। বাড়ী লেইক্যা দেওয়ার কথা কয় মুই হেইতে রাহি না হওয়ার মোরে অরা বাড়ী অইতে নামাইয়ার দেছে। পাঁচ বচ্ছর পরে মুই বাড়ী গেছি, মোর পোলা ও বউ ঘরে আটকাইয়া গলা টিপপা ধইরা মারছে। দু’দিন ধইয়্যা খাইতে দেয় নাই। মুই মোর পোলা ও বউ বিচার চাই।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে মুঠো বলেন খবর পেয়ে পুলিশ পাঠিয়ে বৃদ্ধ মাকে উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করেছি। থানায় মামলা হয়েছে। আসামী আটকের চেষ্টা চলছে।