
ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার তারাটি ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার তারাটি ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকিরের সভাপতিত্বে উপজেলার জমশেদ আলী উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ মুক্তি।
এর আগে সম্মেলন অনুষ্ঠানের শুরুতে তারাটি ইউনিয়ন পরিষদের ২ন ওয়ার্ডের সাবেক সদস্য, ওয়ার্ড বিএনপির সভাপতি একাব্বর হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক বিএনপির নেতা কর্মী এমপি সালাহ্উদ্দিন আহমেদ মুক্তির হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পার্টিতে যোগদান করেন।
অনুষ্ঠানে জেলা জাতীয় পার্টির সহসভাপতি মুক্তিযোদ্ধা এড. রফিকুল ইসলাম বাবুল, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আনিছুর রহমান অতুন, শামসুদ্দিন মাস্টার, আতাউর রহমান লেলিন, আব্দুল মান্নান, জামাল উদ্দিন আকন্দ, আব্দুল ওয়াহেদ, ওয়াহেদুজ্জামান আরজু, সাইফুল ইসলাম, শরিফুল ইসলাম বিপ্লব, একেএম কামরুজ্জামান সোহাগ, মিজানুর রহমান, আব্দুর রশিদ সরকার, মুক্তি যোদ্ধা জিন্নত আলী জিন্নাহ, প্রমুখ বক্তব্য রাখেন।