
বরিশালে স্কুল শিক্ষার্থীকে অপহরণ ও ধর্ষণের মামলায় প্রধান আসামি মহসিনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে ভোলা জেলার চরফ্যাশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর আসামি মহসিন অপহরণ ও যৌন নির্যাতনের কথা স্বীকার করেছে। তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানায় পুলিশ।
এদিকে, রোববার নির্যাতিতার মেডিকেল পরীক্ষা না হওয়ায় সোমবার আবারো তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত ২ ডিসেম্বর বরিশাল নগরীর টিটিসি এলাকা থেকে পঞ্চম শ্রেণির ওই শিক্ষার্থীকে অপহরণ করে মহসিন ও তার সঙ্গীরা। পরে ১০ ডিসেম্বর মাদারীপুর থেকে তাকে উদ্ধার করা হয়।