অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র । Logo লালমনিরহাটে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেয়ার অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে Logo র‍্যাবের ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার Logo বগুড়ায় ট্রাকের ধাক্কায় পথচারী নিহত Logo এবার লালমনিরহাটে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ একজন আটক Logo যশোরে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায়, দুই পাইলট অক্ষত Logo নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের ‘ষড়যন্ত্রের’ প্রতিবাদে বিক্ষোভ-মানববন্ধন Logo লালমনিরহাটে ১ লক্ষ ৯৮ হাজার ৮শত ৩৭ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে Logo বুড়িমারী এক্সপ্রেস বুড়িমারী থেকে চালুর দাবিতে পাটগ্রাম রেল স্টেশনে রেলপথ অবরোধ Logo লালমনিরহাটে বিএনপি নেতার ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

সময় চাইলেন সিলেটের সেই তিন কর্মকর্তা

সিলেটের জেলা প্রশাসকসহ পদস্থ তিন কর্মকর্তা সম্পদের হিসাব দাখিলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এক মাস সময় চেয়েছেন। রবিবারের (১৮ ডিসেম্বর) মধ্যে তাদের সম্পদের হিসাবসহ বিভিন্ন তথ্যাদি দুদকের কাছে দাখিলের কথা ছিল। কিন্তু তারা এক মাস সময় বাড়ানোর আবেদন করেছেন। তাদের আবেদনের বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে রবিবার সন্ধ্যায় দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

দুদক সিলেট কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিবরণীর পাশাপাশি জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে চারটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে বিগত ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরে সিলেট জেলা প্রশাসকের আওতাধীন ইজারাকৃত জলমহাল, পাথরকোয়ারি, বালুমহাল এবং হাটবাজার, এল.আর. ফান্ডের আয় ব্যয়ের বিবরণী, সার্কিট হাউজের আয়-ব্যয়ের হিসাব এবং পরিবহন পুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও ব্যয়ের বিবরণী দাখিলের কথা বলা হয়েছিল।

পদস্থ তিন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের কাছে দুদক এসব তথ্য চেয়েছে। তাদের সরবরাহকৃত এসব তথ্য যাচাইবাছাই করে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ১৫ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও এনডিসি তথ্য জমা দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে একটি আবেদন করেছেন। এনডিসি দেশের বাইরে থাকায় তথ্য প্রদানে বিলম্ব হবে বলে আবেদনে সময় বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতা দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বলেন, ‘শুনেছি উনারা তথ্য দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে আমাদের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে একটি আবেদন রেখে গেছেন। তবে এটি এখনও আমার হাতে পৌঁছায়নি। আবেদনটি পাওয়ার পর এটির যৌক্তিকতা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে নগরের উপশহর এলাকার এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এবং সহকারী কমিশনার (নেজারত, এনডিসি) তানভীর আল নাসীফের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর দুদক তাদের ব্যক্তিগত, পারিবারিক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

আসন্ন ঈদে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সরকারি চাকরিজীবীদের ন্যায় বাড়ি ভাড়ার দাবি বিএমজিটিএ’র ।

সময় চাইলেন সিলেটের সেই তিন কর্মকর্তা

আপডেট টাইম : ০৪:৫৫:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০১৬

সিলেটের জেলা প্রশাসকসহ পদস্থ তিন কর্মকর্তা সম্পদের হিসাব দাখিলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে এক মাস সময় চেয়েছেন। রবিবারের (১৮ ডিসেম্বর) মধ্যে তাদের সম্পদের হিসাবসহ বিভিন্ন তথ্যাদি দুদকের কাছে দাখিলের কথা ছিল। কিন্তু তারা এক মাস সময় বাড়ানোর আবেদন করেছেন। তাদের আবেদনের বিষয়টি পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে রবিবার সন্ধ্যায় দুদকের একটি সূত্র নিশ্চিত করেছে।

দুদক সিলেট কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, ব্যক্তিগত ও পারিবারিক সম্পদ বিবরণীর পাশাপাশি জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে চারটি সুনির্দিষ্ট বিষয়ে তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছিল। এর মধ্যে বিগত ২০১৪-১৫ এবং ২০১৫-১৬ অর্থ বছরে সিলেট জেলা প্রশাসকের আওতাধীন ইজারাকৃত জলমহাল, পাথরকোয়ারি, বালুমহাল এবং হাটবাজার, এল.আর. ফান্ডের আয় ব্যয়ের বিবরণী, সার্কিট হাউজের আয়-ব্যয়ের হিসাব এবং পরিবহন পুলে বরাদ্দকৃত অর্থের পরিমাণ ও ব্যয়ের বিবরণী দাখিলের কথা বলা হয়েছিল।

পদস্থ তিন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে দুর্নীতির অভিযোগ ওঠায় তাদের কাছে দুদক এসব তথ্য চেয়েছে। তাদের সরবরাহকৃত এসব তথ্য যাচাইবাছাই করে দুর্নীতি ও অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে। তবে ১৫ ডিসেম্বর বিকালে জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও এনডিসি তথ্য জমা দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে একটি আবেদন করেছেন। এনডিসি দেশের বাইরে থাকায় তথ্য প্রদানে বিলম্ব হবে বলে আবেদনে সময় বাড়ানোর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

নোটিশদাতা দুদক সিলেটের সহকারী পরিচালক দেবব্রত মণ্ডল রবিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বলেন, ‘শুনেছি উনারা তথ্য দেওয়ার জন্য এক মাসের সময় চেয়ে আমাদের কার্যালয়ে বৃহস্পতিবার বিকালে একটি আবেদন রেখে গেছেন। তবে এটি এখনও আমার হাতে পৌঁছায়নি। আবেদনটি পাওয়ার পর এটির যৌক্তিকতা যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে নগরের উপশহর এলাকার এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী এবং সহকারী কমিশনার (নেজারত, এনডিসি) তানভীর আল নাসীফের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এরই ধারাবাহিকতায় গত ১১ ডিসেম্বর দুদক তাদের ব্যক্তিগত, পারিবারিক সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয়।