অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন Logo সরকারি অফিসে চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য, সচেতন মহলের কঠোর পদক্ষেপের আহ্বান Logo তানিয়া আফরিন পেলেন আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ ‘সাউথ এশিয়ান লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ Logo নারায়ণগঞ্জ জেলায় ভূমি অধিগ্রহণ শাখায় সার্ভেয়ার ফ্যাসিস্ট মামুনের দূর্নীতিতে অতিষ্ঠ সাধারণ গ্রাহকরা Logo সাবেক এলজিইডি মন্ত্রী তাজুল ইসলাম’র কাছের লোক পরিচয়ে প্রকল্প পরিচালক পদে নিয়োগ পিডি বারেকের Logo লালমনিরহাটের মুগ্ধতা ছড়িয়ে ফুটেছে ভাটিফুল Logo ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন Logo লালমনিরহাটে মাদক ও অস্ত্র সহ আটক তিনজনকে আদালতে প্রেরণ Logo পাটগ্রামে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo লালমনিরহাটে পিস্তল-গুলিসহ তিনজন আটক

শত্রুতার বিষে ভেসে উঠেছে ১৫ লাখ টাকার মাছ!

কিশোরগঞ্জের তাড়াইলে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম সংলগ্ন জইরা বিলে এ ঘটনা ঘটে।

বিষক্রিয়ায় বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ওই বিলের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এর আগে ওই বিলে আরও দুইবার শত্রুতাবশত একইভাবে মাছ নিধন করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।

বুধবার রাতে এ বিষ প্রয়োগ করা হয় বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরুহা গ্রামের ফাইজুল ইসলাম, গোলাপ ভূঁইয়াসহ ১০/১২ জন মিলে নিজেদের জমি ও খাদসহ এলাকার লোকজনের খাদ ভাড়া নিয়ে বরুহা গ্রামের পশ্চিম পাশের জইরা বিলের মাছ চাষ করে আসছিলেন।

বর্ষায় উন্মুক্ত থাকায় বাইরের মাছও বিলটিতে এসে জড়ো হয়। গত বুধাবার রাতের কোন এক সময় কে বা কারা বিলটিতে বিষ ঢেলে দেয়। এতে বৃহস্পতিবার সকাল থেকে মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষক্রিয়ায় চাষ করা রুই, কাতল, কার্ফু, মৃগেল, বোয়াল, শোল, আইড়, বাইন, পুঁটি টেংরা জাতীয় মাছ মরে ভেসে উঠছে। গ্রামের লোকজন এসব মাছ তুলে নিয়ে যাচ্ছে। আবার অনেকেই বিল থেকে মাছ তুলে নিয়ে শুঁটকি দিচ্ছেন।

বরুহা গ্রামের চান্দু মিয়া, আমিনুল ইসলামসহ কয়েকজন জানান, এর আগে আরও দুইবার বিলটিতে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। কিন্তু তখন পানি বেশি থাকায় ক্ষতি কম হয়েছে। এখন পানি কমে যাওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।

দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, এটা দুবৃর্ত্তদের কাজ। বিলটিতে বিষ দেয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা মাছ চাষ করেছিলেন, তারা নিঃস্ব হয়ে পড়েছেন।। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।

তাড়াইল থানার ওসি খন্দোকার শওকত জাহান যুগান্তরকে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Tag :
লেখক সম্পর্কে

জনপ্রিয় সংবাদ

হাতীবান্ধায় মডেল কলেজের অধ্যক্ষ নিয়ে দ্বন্দে শিক্ষক কর্মচারীর সংবাদ সম্মেলন

শত্রুতার বিষে ভেসে উঠেছে ১৫ লাখ টাকার মাছ!

আপডেট টাইম : ০২:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০১৬

কিশোরগঞ্জের তাড়াইলে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রাম সংলগ্ন জইরা বিলে এ ঘটনা ঘটে।

বিষক্রিয়ায় বৃহস্পতি ও শুক্রবার দু’দিন ওই বিলের প্রায় ১৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে। এর আগে ওই বিলে আরও দুইবার শত্রুতাবশত একইভাবে মাছ নিধন করা হয়েছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন।

বুধবার রাতে এ বিষ প্রয়োগ করা হয় বলে ধারণা করছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় এলাকাবাসীর মনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন ভূঁইয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের সান্তনা দেন।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বরুহা গ্রামের ফাইজুল ইসলাম, গোলাপ ভূঁইয়াসহ ১০/১২ জন মিলে নিজেদের জমি ও খাদসহ এলাকার লোকজনের খাদ ভাড়া নিয়ে বরুহা গ্রামের পশ্চিম পাশের জইরা বিলের মাছ চাষ করে আসছিলেন।

বর্ষায় উন্মুক্ত থাকায় বাইরের মাছও বিলটিতে এসে জড়ো হয়। গত বুধাবার রাতের কোন এক সময় কে বা কারা বিলটিতে বিষ ঢেলে দেয়। এতে বৃহস্পতিবার সকাল থেকে মাছ মরে পানিতে ভেসে উঠতে থাকে।

শুক্রবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিষক্রিয়ায় চাষ করা রুই, কাতল, কার্ফু, মৃগেল, বোয়াল, শোল, আইড়, বাইন, পুঁটি টেংরা জাতীয় মাছ মরে ভেসে উঠছে। গ্রামের লোকজন এসব মাছ তুলে নিয়ে যাচ্ছে। আবার অনেকেই বিল থেকে মাছ তুলে নিয়ে শুঁটকি দিচ্ছেন।

বরুহা গ্রামের চান্দু মিয়া, আমিনুল ইসলামসহ কয়েকজন জানান, এর আগে আরও দুইবার বিলটিতে বিষ দিয়ে মাছ নিধন করেছে দুবৃর্ত্তরা। কিন্তু তখন পানি বেশি থাকায় ক্ষতি কম হয়েছে। এখন পানি কমে যাওয়ায় সব মাছ মরে ভেসে উঠেছে।

দিগদাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. গোলাপ হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, এটা দুবৃর্ত্তদের কাজ। বিলটিতে বিষ দেয়ায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। যারা মাছ চাষ করেছিলেন, তারা নিঃস্ব হয়ে পড়েছেন।। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত।

তাড়াইল থানার ওসি খন্দোকার শওকত জাহান যুগান্তরকে বলেন, এ বিষয়ে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।