অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

আইটেম গার্ল থেকে এবার নায়িকা!

ডেস্ক : চলচ্চিত্রের আইটেম গানে নেচে দৃষ্টি কেড়েছেন বিপাশা কবির। এবার হতে যাচ্ছেন নায়িকা। গুন্ডামী নামের একটি ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিপাশা।

১৫ সেপ্টম্বর সোমবার ঢাকার উত্তরায় গুন্ডামী চলচ্চিত্রে শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। আলী ফ্লিম পরিবেশিত মুহাম্মদ আলী প্রোযোজিত ‘গুন্ডামী’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়মন তারিক।

সোমবার ছবিটির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, পরিচালক সায়মন তারিক’সহ অভিনয় শিল্পীরা।

নির্মাতা সায়মন তারিক রাইজিংবিডিকে বলেন, আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটি তৈরি করা হচ্ছে। একটা ছেলে কিভাবে গুন্ডা হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে।500x350_d4f05b7acbcc8ad6061e762d878fbddd_Bipasha-Kabir-(1)
তিনি আরো জানান, ছবিটির প্রথম লটের শুটিং উত্তরায় শেষ করবো। এখানে একটানা ১৫ দিন শুটিং চলবে। তারপরে দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন করা হবে।

‘গুন্ডামী ’চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহবিয়াজ ও বিপাশা কবির। এছাড়াও আরো অভিনয় করেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আলেকজান্ডার বো, রিমু,সহ আরো অনেকে। ছবিটিতে গান থাকবে মোট পাঁচটি।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা করিব বলেন, ‘গল্পটা অসাধারণ। আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শকের কাছে ভালো লাগবে। চেষ্টা করবো নিজেকে অভিনয় গুণে তুলে ধরতে।”

Tag :
জনপ্রিয় সংবাদ

আইটেম গার্ল থেকে এবার নায়িকা!

আপডেট টাইম : ০৩:৪৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০১৪

ডেস্ক : চলচ্চিত্রের আইটেম গানে নেচে দৃষ্টি কেড়েছেন বিপাশা কবির। এবার হতে যাচ্ছেন নায়িকা। গুন্ডামী নামের একটি ছবির মাধ্যমে প্রথমবার চলচ্চিত্রের নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বিপাশা।

১৫ সেপ্টম্বর সোমবার ঢাকার উত্তরায় গুন্ডামী চলচ্চিত্রে শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। আলী ফ্লিম পরিবেশিত মুহাম্মদ আলী প্রোযোজিত ‘গুন্ডামী’ চলচ্চিত্রটি পরিচালনা করছেন সায়মন তারিক।

সোমবার ছবিটির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী হায়াৎ, পরিচালক সায়মন তারিক’সহ অভিনয় শিল্পীরা।

নির্মাতা সায়মন তারিক রাইজিংবিডিকে বলেন, আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটি তৈরি করা হচ্ছে। একটা ছেলে কিভাবে গুন্ডা হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে।500x350_d4f05b7acbcc8ad6061e762d878fbddd_Bipasha-Kabir-(1)
তিনি আরো জানান, ছবিটির প্রথম লটের শুটিং উত্তরায় শেষ করবো। এখানে একটানা ১৫ দিন শুটিং চলবে। তারপরে দেশের বিভিন্ন লোকেশনে দৃশ্যায়ন করা হবে।

‘গুন্ডামী ’চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করছেন শাহবিয়াজ ও বিপাশা কবির। এছাড়াও আরো অভিনয় করেন কাজী হায়াৎ, মিশা সওদাগর, আলেকজান্ডার বো, রিমু,সহ আরো অনেকে। ছবিটিতে গান থাকবে মোট পাঁচটি।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে বিপাশা করিব বলেন, ‘গল্পটা অসাধারণ। আমার বিশ্বাস ছবিটি দেখে দর্শকের কাছে ভালো লাগবে। চেষ্টা করবো নিজেকে অভিনয় গুণে তুলে ধরতে।”