বাংলার খবর২৪.কম : বাংলাদেশ থেকে নারী-শিশুসহ ১০ জনকে ভারতে পাচারের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে ভারতের মডেলসহ পাঁচ জনকে গ্রেফতার করেছে র্যাব-৮। পাচারকারীদের মধ্যে একজন ভারতীয় মডেল বলে ভারতের টিভি চ্যানেল এনডিটিভি দাবি করেছে। তবে র্যাব বিষয়টি নিশ্চিত করতে পারেনি। এদের মধ্যে তিনজন ভারতীয় ও দুইজন বাংলাদেশি নাগরিক।
বুধবার শরিয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনে তারা যাচ্ছিল। গোপালগঞ্জের হরিদাসপুরের পাওয়ার প্লান্টের সামনে থেকে দুপুর ১টায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ হাজার ৫’শ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর এসপি নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
গ্রেফতারকৃতরা হলেন- ভারতের নন্দিয়ার রিমা সরকার (৩০), চব্বিশ পরগনার তানু রায় (২৪), কলকাতার শেফালী বিশ্বাস, বাংলাদেশের সজল বিশ্বাস ও আজহার মিয়া।
পাঁচারের শিকার ১০ জন হলেন-শোভা বাইন (৩১), তার দুই মেয়ে জুই বাইন এবং রিতু বাইন, মিল্টন বিশ্বাস, ইন্দ্রোজিত বিশ্বাস, রিপন বিশ্বাস, বাবলু মন্ডল, আশুতোষ বিশ্বাস, কেশব বিশ্বাস ও রতিন্দ্রনাথ বিশ্বাস।