
বাংলার খবর২৪.কম : যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, যুবলীগ মন্ত্রী-এমপি চেনে না। দলের যে যত বড় নেতাই হোক না কেন শেখ হাসিনা সরকারে কলঙ্কের কালিমা লেপন করার চেষ্টা করা হলে তাদের রেহাই নেই।
বৃহস্পতিবার দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘হরতালের প্রতিবাদ ও সকল যুদ্ধাপরাধীদের বিচার দাবিতে’ এক সমাবেশে তিনি এ কথা বলেন।
ওমর ফারুক বলেন, শেখ হাসিনা দলকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। কিন্তু গুটিকয়েক নেতা দলের কলঙ্ক করতে চাইলে যুবলীগ তাদেরকে ছাড় দেবে না।
যুবলীগ ভোগ-বিলাসে বিশ্বাস করে না। দলের স্বার্থে যুবলীগ যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।