
বাংলার খবর২৪.কম : রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি বাসা থেকে ৩ দেহ প্রসারিনিসহ ৫জনকে আটক করা হয়েছে।তাৎক্ষনিকভাবে আটককৃতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ তাদের আটক করা হয়।
রামপুরা থানার সাব-ইন্সপেক্টর মো. রফিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৯টায় বনশ্রী আবাসিক এলাকার বি-ব্লকের ৩নম্বর সগকের ৮ নম্বর বাসার নীচ তলায় অভিযান চালিয়ে অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় ৩ পতিতা ও ২ খদ্দেরকে আটক করে।
আটককৃতদের মধ্যে দর্শকনন্দিত একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একজন সংবাদকর্মী এবং ১জন চিকিৎসক রয়েছেন।
এদিকে স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, পতিতাসহ সাংবাদিক- ডাক্তারকে আটকের ঘটনা এলাকাবাসী প্রত্যক্ষ করলেও পুলিশ আটককৃতদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করেনি।অভিযানের সময় ঘটনাস্থল থেকে বেশ কয়েক বোতল বিদেশী মদও উদ্ধার করা হয়।পরে বিশেষ লেনদেনের পর আটকৃতদের ছেড়ে দিয়েছে।