
বাংলার খবর২৪.কম : বহুল আলোচিত ফেনীর ফুলগাজি উপজেলা চেয়ারম্যান একরাম হত্যা মামলার প্রধান আসামী মাহাতাব উদ্দীন চৌধুরী মিনারকে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীর আদাবর থানা পুলিশ শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বারডেম হাসপাতাল থেকে গ্রেফতার করে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানিয়েছেন, বিএনপি নেতা মিনারের বাসা আদাবরের নবোদয় হাউজিংয়ে হওয়ায় ফেনী থেকে গ্রেফতারী পরোয়ানা থানায় আসে। পরে রমনা থানা পুলিশের সহায়তায় বারডেম হাসপাতাল থেকে মিনারকে গ্রেফতার করা হয়। তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মিনারকে পুলিশ প্রহরায় বারডেম হাসপাতালে রাখা হয়েছে। রোববার সকালে তাকে ফেনী নিয়ে যাওয়া হবে।