
বাংলার খবর২৪.কম : পুলিশের বাধা উপেক্ষা করে সোমবার সকালে টঙ্গীতে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপির সহযোগী সংগঠনগুলো।
টঙ্গী থানা জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জিসাস) সভাপতি কসিম উদ্দিন, টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস জিয়াউল হাসান স্বপন ও টঙ্গী থানা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভেন্ডারের নেতৃত্বে সকাল ৮টায় মিছিলটি সফিউদ্দিন স্কুল রোড থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠলে পুলিশ বাধা দেয়।
এসময় পুলিশের বাধা উপেক্ষা করে মিছিলটি মহাসড়কের স্থানীয় কলেজ গেট, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী আঞ্চলিক কার্যালয়, চেরাগআলী মার্কেট হয়ে পুনরায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান উদ্দিন সরকারের বাড়ির সামনে গিয়ে শেষ হয়।