
বাংলার খবর২৪.কম : চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের অভিনয় জীবনের বর্ণাঢ্য ৪ যুগ চলছে। ১৯৬৬ সালে শহীদ জহির রায়হানের বেহুলা ছবির মাধ্যমে নায়ক হিসেবে যে রাজ্জাকের আবির্ভাব, তিনি আজ নায়করাজ। ২০১৪ সালে এসে পূর্ণ হলো তার ক্যারিয়ারের ৪৮ বছর, অর্থাৎ চার যুগ। চ্যানেল আই নায়করাজ রাজ্জাকের ৪ যুগ নিয়ে বিশেষ একটি অনুষ্ঠান প্রচার করবে ঈদ অনুষ্ঠানমালায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন প্রিয়দর্শিনী তারকা মৌসুমী। বিনোদন জগতের শ্রেষ্ঠ সংগঠক আবদুর রহমানের পরিচালনায় নায়করাজ রাজ্জাকের ৪ যুগ রোনামে এই অনুষ্ঠানটি রেকর্ডিং হয়েছে চ্যানেল আই-এর নিজস্ব স্টুডিওতে। নায়করাজ রাজ্জাক প্রাণ খুলে বলেছেন তার অভিনয় জীবনের ৪৮ বছরের কথা। অনেক স্মৃতি, অনেক গল্প। খ্যতিমান অভিনেত্রী মৌসুমীর প্রাঞ্জল উপস্থাপনায় অনুষ্ঠানটি বেশ উপভোগ্য হবে বলে পরিচালক আবদুর রহমান জানিয়েছেন।
নায়করাজ রাজ্জাকের ৪ যুগ অনুষ্ঠানটি দর্শক হৃদয়ে সাড়া জাগাবে বলে অভিনেত্রী মৌসুমী বেশ আত্মবিশ্বাসী।