পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা Logo বগুড়ায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ

‘আই লাভ দুবাই’ এর মাধ্যমে যৌনতার তমকা মুছে ফেলতে চান শান্তি ডিনামাইট

বাংলার খবর২৪.কম 500x350_58b58af30318842e8a240146fdf47c8f_shanti-dynamite-1: সাড়া জাগানো আবেদনময়ী পর্নো তারকা শান্তি ডিনামাইট এবার আসছেন বলিউড সিনেমায়। এরই মধ্যে সিমেনার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু কঠিন এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে শান্তি। দর্শকের মন জয় করে পোশাকি সিনেমায় ঠাঁই পাবেন তো? কী বললেন শান্তি? যা বললেন, তা একদম ধোয়াশায় ভরা। দুরুদুরু কণ্ঠে বললেন, আশা তো করছি। এখন সব ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আমি আমার নিয়তি বদলাতে চাই। যৌনতার তমকা মুছে বলিউডে নিজের নতুন পরিচয় নির্মাণ করার সংকল্প করেছি। কিন্তু দর্শকরা কীভাবে বিষয়টিকে দেখবেন তার ওপরই নির্ভর করছে আমার পরের সিদ্ধান্ত। ইকরাম আখতার পরিচালিত আই লাভ দুবাই নিয়ে দর্শকদের সামনে শিগগির হাজির হবেন শান্তি ডিনামাইট। ইন্ডিয়া টুডের খবর থেকে জানা গেছে, এ সিমেনা তৈরির জন্য ইকরাম আখতার এশিয়ার ৫০ জন হট সেক্সিয়েস্টের মধ্য থেকে শান্তিকে বেছে নিয়েছেন। পর্নো ছবিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সানি লিওন। অনেকে সানি লিওনকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করেন। সানির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে শান্তি বলেন, যেহেতু আমরা দুজন একই ঘরানার, সেহেতু তুলনা হতেই পারে। কিন্তু আমি নতুন করে আমার পরিচয় তৈরি করতে চাই।তিনি আরো বলেন, আই লাভ দুবাই-তে উঁচু মাত্রায় যৌন আবেদন প্রকাশ থেকে বিরত থেকেছি। কারণ আমি নতুন মিশনে সফল হতে চাই। তবে শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে দুরুদুরু ভাব কাজ করে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ

‘আই লাভ দুবাই’ এর মাধ্যমে যৌনতার তমকা মুছে ফেলতে চান শান্তি ডিনামাইট

আপডেট টাইম : ০২:১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম 500x350_58b58af30318842e8a240146fdf47c8f_shanti-dynamite-1: সাড়া জাগানো আবেদনময়ী পর্নো তারকা শান্তি ডিনামাইট এবার আসছেন বলিউড সিনেমায়। এরই মধ্যে সিমেনার কাজ প্রায় শেষ পর্যায়ে। কিন্তু কঠিন এক প্রশ্নের মুখে দাঁড়িয়ে শান্তি। দর্শকের মন জয় করে পোশাকি সিনেমায় ঠাঁই পাবেন তো? কী বললেন শান্তি? যা বললেন, তা একদম ধোয়াশায় ভরা। দুরুদুরু কণ্ঠে বললেন, আশা তো করছি। এখন সব ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছি। কঠিন চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি। আমি আমার নিয়তি বদলাতে চাই। যৌনতার তমকা মুছে বলিউডে নিজের নতুন পরিচয় নির্মাণ করার সংকল্প করেছি। কিন্তু দর্শকরা কীভাবে বিষয়টিকে দেখবেন তার ওপরই নির্ভর করছে আমার পরের সিদ্ধান্ত। ইকরাম আখতার পরিচালিত আই লাভ দুবাই নিয়ে দর্শকদের সামনে শিগগির হাজির হবেন শান্তি ডিনামাইট। ইন্ডিয়া টুডের খবর থেকে জানা গেছে, এ সিমেনা তৈরির জন্য ইকরাম আখতার এশিয়ার ৫০ জন হট সেক্সিয়েস্টের মধ্য থেকে শান্তিকে বেছে নিয়েছেন। পর্নো ছবিতে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত সানি লিওন। অনেকে সানি লিওনকে তার প্রতিদ্বন্দ্বী হিসেবে হাজির করেন। সানির সঙ্গে নিজের তুলনা প্রসঙ্গে শান্তি বলেন, যেহেতু আমরা দুজন একই ঘরানার, সেহেতু তুলনা হতেই পারে। কিন্তু আমি নতুন করে আমার পরিচয় তৈরি করতে চাই।তিনি আরো বলেন, আই লাভ দুবাই-তে উঁচু মাত্রায় যৌন আবেদন প্রকাশ থেকে বিরত থেকেছি। কারণ আমি নতুন মিশনে সফল হতে চাই। তবে শেষ পর্যন্ত কী হয়, তা নিয়ে দুরুদুরু ভাব কাজ করে।