অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo জেলা প্রশাসনের আশ্বাসে পাটগ্রামে অবরোধ প্রত্যাহার Logo ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন Logo লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo রূপগঞ্জ কায়েতপাড়ায় ৯ দফা দাবিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা Logo বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ। Logo দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ Logo সরকারি বিলের ডাকে অংশ নিতে বাঁধা,নগদ টাকা ও মোবাইল ছিনতাই

‘৬ ঘণ্টার যাত্রা শেষ হচ্ছে ১৫ ঘণ্টায়’ দিন যেনো শেষ হয়না।

ডেস্ক : সড়ক-মহাসড়কগুলোর অবস্থা মোটামুটি খারাপ নয়। বৃষ্টি না হলে গাড়ি চালাতেও তেমন সমস্যা হচ্ছে না।তবে গতি খুবই ধীর। থেমে থেমে চালাতে হচ্ছে। ফলে সাধারণ সময়ের চেয়ে দু-তিন গুণ সময় বেশি লাগছে। ভোগান্তিতে পড়ছে ঈদে ঘরমুখো যাত্রীরা। কমে যাচ্ছে পরিবহন শ্রমিকদের ট্রিপ সংখ্যাও।গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করে দেখা যায়, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেসব গাড়ি কাঁচপুরের রাস্তায় নেমে যাচ্ছে, সেগুলো শনির আখড়ার আগ পর্যন্ত যানজট
ছাড়াই যেতে পারছে। কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াতকারী যানবাহনকে ফ্লাইওভারের পাশে গিয়ে থেমে যেতে হচ্ছে। সেখানে যানবাহনের চাপে ধীরগতিতে চলতে হচ্ছে গাড়িগুলোকে।এরপর শনির আখড়া এলাকায় গিয়ে আরেক দফা যানজট দেখা যায়। সাইনবোর্ড এলাকায়ও যানজট দেখা যায়। সাইনবোর্ড পেরিয়ে কাঁচপুর পর্যন্ত রাস্তায় গাড়িগুলো জট ছাড়াই যেতে পারছে। তবে কাঁচপুর এলাকায় দুপুরে যানজট দেখা গেছে। একইভাবে ফিরতি পথেও উল্লিখিত স্থানগুলোতে যানজট দেখা যায়। যাত্রাবাড়ীর কাছে এসে হানিফ ফ্লাইওভার দিয়ে যে গাড়িগুলো গুলিস্তানের দিকে যাচ্ছিল, সেগুলো দ্রুতই চলে যায়। ফ্লাইওভারের পাশ দিয়ে যানবাহন চলতে গিয়ে জটে পড়ছে।
বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় ঢাকা-চাটখিল-রামগঞ্জ ভায়া লাকসাম-সোনাইমুড়ীর বিসমিল্লাহ পরিবহনের হেলপার মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার সকাল ৬টায় যাত্রী নিয়ে চাটখিল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিই। ঢাকায় পৌঁছতে বেজে যায় রাত ৯টা। ১৫ ঘণ্টার যাত্রায় অস্থির হয়ে ওঠে যাত্রীরা। অথচ অন্য সময়ে আমরা ছয়-সাত ঘণ্টায় চাটখিল থেকে সায়েদাবাদে পৌঁছে যাই। রাস্তা মোটামুটি ভালো। এর পরও তিন-চার দিন ধরে এমন যানজট হচ্ছে। ’

ঢাকা-সিলেট রুটে গাড়ি চালান এমন কয়েকজন চালক দিলেন ভয়ংকর তথ্য। তাঁরা জানালেন, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ চলছে। বেশির ভাগ অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সেখানে পাথর কম দিয়ে বিটুমিন বেশি দেওয়ার কারণে গাড়ি চালাতে বিপদে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। ব্রেক চাপার পর গাড়ি সামনের দিকে চলে যায়। আবার বেশি জোরে ব্রেক করলে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। দ্রুতগতির গাড়ি ব্রেক করলে ঘুরে যাচ্ছে। রাস্তাটির কাজ অন্যান্য রাস্তার মতো না করায় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ঢাকা-সুনামগঞ্জ রুটের লিমন পরিবহনের চালক বাবুল মিয়া জানালেন, শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় রাস্তা ভাঙার কারণে গাড়ি চালাতে হয় ধীরে ধীরে। নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায়ও প্রচণ্ড যানজট হচ্ছে। এখানে এক-দেড় ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকতে হচ্ছে।

কালের কন্ঠ।

Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের আশ্বাসে পাটগ্রামে অবরোধ প্রত্যাহার

‘৬ ঘণ্টার যাত্রা শেষ হচ্ছে ১৫ ঘণ্টায়’ দিন যেনো শেষ হয়না।

আপডেট টাইম : ০৮:০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮

ডেস্ক : সড়ক-মহাসড়কগুলোর অবস্থা মোটামুটি খারাপ নয়। বৃষ্টি না হলে গাড়ি চালাতেও তেমন সমস্যা হচ্ছে না।তবে গতি খুবই ধীর। থেমে থেমে চালাতে হচ্ছে। ফলে সাধারণ সময়ের চেয়ে দু-তিন গুণ সময় বেশি লাগছে। ভোগান্তিতে পড়ছে ঈদে ঘরমুখো যাত্রীরা। কমে যাচ্ছে পরিবহন শ্রমিকদের ট্রিপ সংখ্যাও।গতকাল বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ী থেকে কাঁচপুর পর্যন্ত সরেজমিনে ঘুরে ও পরিবহনকর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সকাল সাড়ে ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করে দেখা যায়, মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে যেসব গাড়ি কাঁচপুরের রাস্তায় নেমে যাচ্ছে, সেগুলো শনির আখড়ার আগ পর্যন্ত যানজট
ছাড়াই যেতে পারছে। কিন্তু ফ্লাইওভারের নিচ দিয়ে যাতায়াতকারী যানবাহনকে ফ্লাইওভারের পাশে গিয়ে থেমে যেতে হচ্ছে। সেখানে যানবাহনের চাপে ধীরগতিতে চলতে হচ্ছে গাড়িগুলোকে।এরপর শনির আখড়া এলাকায় গিয়ে আরেক দফা যানজট দেখা যায়। সাইনবোর্ড এলাকায়ও যানজট দেখা যায়। সাইনবোর্ড পেরিয়ে কাঁচপুর পর্যন্ত রাস্তায় গাড়িগুলো জট ছাড়াই যেতে পারছে। তবে কাঁচপুর এলাকায় দুপুরে যানজট দেখা গেছে। একইভাবে ফিরতি পথেও উল্লিখিত স্থানগুলোতে যানজট দেখা যায়। যাত্রাবাড়ীর কাছে এসে হানিফ ফ্লাইওভার দিয়ে যে গাড়িগুলো গুলিস্তানের দিকে যাচ্ছিল, সেগুলো দ্রুতই চলে যায়। ফ্লাইওভারের পাশ দিয়ে যানবাহন চলতে গিয়ে জটে পড়ছে।
বিকেলে সায়েদাবাদ বাস টার্মিনালে কথা হয় ঢাকা-চাটখিল-রামগঞ্জ ভায়া লাকসাম-সোনাইমুড়ীর বিসমিল্লাহ পরিবহনের হেলপার মিজানুর রহমানের সঙ্গে। তিনি বলেন, ‘বুধবার সকাল ৬টায় যাত্রী নিয়ে চাটখিল থেকে ঢাকার উদ্দেশে রওনা দিই। ঢাকায় পৌঁছতে বেজে যায় রাত ৯টা। ১৫ ঘণ্টার যাত্রায় অস্থির হয়ে ওঠে যাত্রীরা। অথচ অন্য সময়ে আমরা ছয়-সাত ঘণ্টায় চাটখিল থেকে সায়েদাবাদে পৌঁছে যাই। রাস্তা মোটামুটি ভালো। এর পরও তিন-চার দিন ধরে এমন যানজট হচ্ছে। ’

ঢাকা-সিলেট রুটে গাড়ি চালান এমন কয়েকজন চালক দিলেন ভয়ংকর তথ্য। তাঁরা জানালেন, ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তায় মেরামতের কাজ চলছে। বেশির ভাগ অংশের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। সেখানে পাথর কম দিয়ে বিটুমিন বেশি দেওয়ার কারণে গাড়ি চালাতে বিপদে পড়তে হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা পিচ্ছিল হয়ে যাচ্ছে। ব্রেক চাপার পর গাড়ি সামনের দিকে চলে যায়। আবার বেশি জোরে ব্রেক করলে গাড়ি উল্টে যাওয়ার উপক্রম হয়। দ্রুতগতির গাড়ি ব্রেক করলে ঘুরে যাচ্ছে। রাস্তাটির কাজ অন্যান্য রাস্তার মতো না করায় এখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে।

ঢাকা-সুনামগঞ্জ রুটের লিমন পরিবহনের চালক বাবুল মিয়া জানালেন, শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায় রাস্তা ভাঙার কারণে গাড়ি চালাতে হয় ধীরে ধীরে। নারায়ণগঞ্জের গাউছিয়া এলাকায়ও প্রচণ্ড যানজট হচ্ছে। এখানে এক-দেড় ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকতে হচ্ছে।

কালের কন্ঠ।