
গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরের বোর্ডবাজরে হোটেল পর্যটন ও সাইবোর্ড এলাকার হোটেল রাজধানী থেকে খদ্দেরসহ ৩৩ জন নারী পুরুষকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের মধ্যে ১০ জন নারী ২৩ জন পুরুষ।
মেট্রোপলিটন গাছা থানার ওসি ইসমাইল হোসেন জানান, নগরীর বোর্ডবাজারে হোটেল পর্যটন ও সাইনবোর্ড এলাকার হোটেল রাজধানীতে অনৈতিক কার্যকলাপ চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। পরে সেখান থেকে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় ১০ জন নারী ও ২৩ জন পুরুষকে আটক করা হয়েছে।