
ফারুক আহম্মেদ সুজনঃ নিরাপদ সড়ক দিবসে রাজধানীর বিআরটিএ মেট্রো সার্কেল-২, ইকুরিয়া দপ্তরে যানবাহনের ফিটনেস প্রদান, ড্রাইভিং লাইসেন্স প্রদানের লক্ষ্যে গৃহীত টেস্ট ও অন্যান্য সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করতে গতকাল (২২ অক্টোবর ২০১৮ খ্রি./সোমবার) অভিযান চালায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম যাতে পুলিশসহ ৭ সদস্যের টিম অংশগ্রহণ করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী।
এ প্রসঙ্গে দুদকের এনফোর্সমেন্ট অভিযানের প্রধান সমন্বয়ক মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, বিআরটিএকে দ্রুত সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, নতুবা দুদক দুর্নীতি ও অনিয়মের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে বাধ্য হবে।” অভিযান শেষে দুদক টিমের পক্ষ হতে বিআরটিএ সেবাপ্রত্যাশীগণ অনিয়ম বা দুর্নীতির শিকার হলে তাৎক্ষণিকভাবে ১০৬ ডায়াল করে দুদক অভিযোগ কেন্দ্রে অভিযোগ করার জন্য উপস্থিত জনগণকে আহ্বান জানানো হয়।