পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি

পুরুষদের শুয়োর বললেন পিরানহা থ্রি-ডি

বাংলার খবর২৪.কম : প্রেমে ব্যর্থ হয়ে পিরানহা থ্রি-ডি খ্যাত হলিউড তারকা অভিনেত্রী কেলি ব্রুক পুরুষদের ‘শুয়োর’ বলে অভিহিত করেছেন। সাবেক প্রেমিক বিলি জেন, জেসন স্টেটহাম এবং ব্রিটিশ রাগবি খেলোয়াড় ড্যানি সিপ্রিয়ানির সঙ্গে তার ভালোবাসার মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে গিযে তিনি এমন মন্তব্য করেন।
যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ডেইলি মেইল এক প্রতিবেদনে বলেছে, এই অভিনেত্রীর সঙ্গে তার প্রক্তান তিন প্রেমিকের কারোর সঙ্গেই 500x350_c3547fb42f7b52415b724d7adb80a9da_Kelly-Brook-Sexy-Wallpaper-1024x640(2)সম্পর্ক মোটেও ভালো নয়। এমনকি এ অভিনেত্রী নাকি জেসন স্টেটহাম এবং ড্যানি সিপ্রিয়ানির সঙ্গে বিচ্ছেদের সময় তাদের ঘুষিও মেরেছিলেন। এখন তিনি আবারো তার সাবেক দুই প্রেমিককে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
এই অভিনেত্রী বলেন, ‘গত বছর ড্যানির সঙ্গে যখন ছাড়াছাড়ি হয় তখন জেসন আমাকে ফোন করে বলেছিলেন তিনি আমাকে এখনও ভালোবাসেন। আমিও তাকে ভালোবাসি বলে জানিয়েছিলাম। আমি মনে করেছিলাম, তিনি সত্যিই আমাকে ভালোবেসে ফোন করেছেন। কিন্তু পরের দিন আমি জানতে পারি, জেসনের সঙ্গে রোজির ছাড়াছাড়ি হয় আর এই কারণেই তিনি আমাকে ফোন করেন। রোজির সঙ্গে তার সম্পর্ক আবার জোড়া লাগে। তারপর থেকে আমি আর তার কোনো খোঁজ পাইনি। আসলে পুরুষরা শুয়োর প্রকৃতির হয়।’
বিলি জেন সম্পর্কে তিনি বলেন, ‘জেন আমাকে ষাটের দশকের জেমস বন্ড কন্যা অথবা পঞ্চাশের দশকের গৃহিণীদের মতো মনে করত। আমি আমার পছন্দ মতো চলার চেষ্টা করতাম। কিন্তু তিনি তাতে বাঁধা দিতেন। তিনি আমাকে সব মজা নেয়ার চেষ্টা করত। আমি তার সঙ্গে প্রকৃত জীবন উপভোগ করতে পারতাম না। মনে হতো কোনো কল্পনা রাজ্যে বাস করছি আমি’।

Tag :
জনপ্রিয় সংবাদ

আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায়

পুরুষদের শুয়োর বললেন পিরানহা থ্রি-ডি

আপডেট টাইম : ০২:২৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম : প্রেমে ব্যর্থ হয়ে পিরানহা থ্রি-ডি খ্যাত হলিউড তারকা অভিনেত্রী কেলি ব্রুক পুরুষদের ‘শুয়োর’ বলে অভিহিত করেছেন। সাবেক প্রেমিক বিলি জেন, জেসন স্টেটহাম এবং ব্রিটিশ রাগবি খেলোয়াড় ড্যানি সিপ্রিয়ানির সঙ্গে তার ভালোবাসার মুহূর্তগুলো স্মৃতিচারণ করতে গিযে তিনি এমন মন্তব্য করেন।
যুক্তরাজ্যভিত্তিক পত্রিকা ডেইলি মেইল এক প্রতিবেদনে বলেছে, এই অভিনেত্রীর সঙ্গে তার প্রক্তান তিন প্রেমিকের কারোর সঙ্গেই 500x350_c3547fb42f7b52415b724d7adb80a9da_Kelly-Brook-Sexy-Wallpaper-1024x640(2)সম্পর্ক মোটেও ভালো নয়। এমনকি এ অভিনেত্রী নাকি জেসন স্টেটহাম এবং ড্যানি সিপ্রিয়ানির সঙ্গে বিচ্ছেদের সময় তাদের ঘুষিও মেরেছিলেন। এখন তিনি আবারো তার সাবেক দুই প্রেমিককে নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন।
এই অভিনেত্রী বলেন, ‘গত বছর ড্যানির সঙ্গে যখন ছাড়াছাড়ি হয় তখন জেসন আমাকে ফোন করে বলেছিলেন তিনি আমাকে এখনও ভালোবাসেন। আমিও তাকে ভালোবাসি বলে জানিয়েছিলাম। আমি মনে করেছিলাম, তিনি সত্যিই আমাকে ভালোবেসে ফোন করেছেন। কিন্তু পরের দিন আমি জানতে পারি, জেসনের সঙ্গে রোজির ছাড়াছাড়ি হয় আর এই কারণেই তিনি আমাকে ফোন করেন। রোজির সঙ্গে তার সম্পর্ক আবার জোড়া লাগে। তারপর থেকে আমি আর তার কোনো খোঁজ পাইনি। আসলে পুরুষরা শুয়োর প্রকৃতির হয়।’
বিলি জেন সম্পর্কে তিনি বলেন, ‘জেন আমাকে ষাটের দশকের জেমস বন্ড কন্যা অথবা পঞ্চাশের দশকের গৃহিণীদের মতো মনে করত। আমি আমার পছন্দ মতো চলার চেষ্টা করতাম। কিন্তু তিনি তাতে বাঁধা দিতেন। তিনি আমাকে সব মজা নেয়ার চেষ্টা করত। আমি তার সঙ্গে প্রকৃত জীবন উপভোগ করতে পারতাম না। মনে হতো কোনো কল্পনা রাজ্যে বাস করছি আমি’।