পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কোটি টাকার সেতু নির্মাণ হলেও নির্মাণ হয়নি এপ্রোচ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী Logo পাটগ্রাম সীমান্তে দিয়ে ফের শিশুসহ ৭ জনকে পুশইন Logo মহানবীকে কটুক্তি করায় বাবা ছেলেকে পুলিশে দিলো এলাকাবাসী, থানা ঘেরাও Logo স্ত্রীর কিডনিতে নতুন জীবন, হেলিকপ্টারে গ্রামে ফিরলেন কুদ্দুস বিশ্বাস Logo ‘দেশনেত্রী খালেদা জিয়া বর্তমান যুগের বেগম রোকেয়া’ Logo ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১১ Logo প্রাকৃতিক দুর্যোগ হলে এইচএসসি পরীক্ষা কি চলবে, যা জানাল মন্ত্রণালয় Logo ওএসডি হচ্ছেন শরীয়তপুরের বিতর্কিত ডিসি আশরাফ Logo বগুড়া আদমদীঘিতে ট্রাকে ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহি নিহত Logo শার্শার সীমান্তবর্তী গোগা ও পুটখালী’র ৬টি করাত কল (স-মিল) বন্ধ করে দিয়েছে বিজিবি

ক্যাটরিনা নিজের অবস্থানে খুশি

বাংলার খবর২৪.কম: 500x350_7199c1409d09c92aad55a135494a716b_katrina_650_041114043149ধুম থ্রি, এক থা টাইগার, রাজনীতি মতো আরো বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এ লস্যময়ী অভিনেত্রী নিজেই তার সফলতার রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, সঠিক স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষমতা রয়েছে বলেই তিনি একজন সফল অভিনেত্রী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ অভিনেত্রী বলেন, ‘এক পর্যায়ে পর পর আমার দুটি ছবি ফ্লপ হয়। আমি অনেকের কাছেই এর উত্তর খুঁজেছি। তবে কারও কাছের উত্তর পাইনি। সে সময় আমি আমার সফলতা ফিরে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি। ভাগ্য গুণে এবং ঈশ্বরের দয়ায় আমি একটি ভালো স্ক্রিপ্ট পেয়ে যাই। আমি আবিষ্কার করলাম দর্শক আসলে ভালো স্ক্রিপ্ট পছন্দ করেন। আর আমি এটাও বুঝতে পারলাম বরাবরই আমার স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষমতা বেশ ভালো।’
তিনি আরো বলেন, ‘আমি যা করতে চাই সেটাই মেনে চলি। কখনো হয়ত আমার সিদ্ধান্ত ভুল ছিল, আবার কখনো প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। তবে আমার বেশিরভাগ সিদ্ধান্তেই সফলতা এসেছে এবং আজকে আমার যে অবস্থানে তাতে আমি অনেক খুশি।’

ক্যাটরিনা বর্তমানে তার নতুন ছবি ব্যাং ব্যাং-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি হলিউডের সিনেমা নাইট অ্যান্ড ডে-এর অফিসিয়াল রিমেক। আশা করি এটিও বক্সঅফিসে ভালো করবে।’
তিনি জানান, যদিও ছবিটি হলিউড মুভি থেকে অনুপ্রাণিত হয়ে করা, তারপরেও ছবিটিকে সঠিকভাবে উপস্থাপন করতে অনেক শ্রম দিতে হয়েছে।
তিনি এও জানান, ছবিটি পুরোপুরিই ভিন্নমাত্রার। এতে শুধু কিছু দৃশ্য হলিউডের ছবি থেকে নেওয়া হয়েছে। যেমন- মোটর বাইকের একটি দৃশ্য। বাকি গল্পটা পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার নিজের মত করেই তৈরি করেছেন।
এই ছবিতে তার সহশিল্পী হৃতিক রোশন। এটি ২ অক্টোবর মুক্তি পাচ্ছে।

Tag :

কোটি টাকার সেতু নির্মাণ হলেও নির্মাণ হয়নি এপ্রোচ সড়ক, ভোগান্তিতে এলাকাবাসী

ক্যাটরিনা নিজের অবস্থানে খুশি

আপডেট টাইম : ০১:৫৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪

বাংলার খবর২৪.কম: 500x350_7199c1409d09c92aad55a135494a716b_katrina_650_041114043149ধুম থ্রি, এক থা টাইগার, রাজনীতি মতো আরো বেশ কিছু হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ক্যারিয়ারের এই পর্যায়ে এসে এ লস্যময়ী অভিনেত্রী নিজেই তার সফলতার রহস্য ফাঁস করলেন। তিনি জানালেন, সঠিক স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষমতা রয়েছে বলেই তিনি একজন সফল অভিনেত্রী। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এ অভিনেত্রী বলেন, ‘এক পর্যায়ে পর পর আমার দুটি ছবি ফ্লপ হয়। আমি অনেকের কাছেই এর উত্তর খুঁজেছি। তবে কারও কাছের উত্তর পাইনি। সে সময় আমি আমার সফলতা ফিরে পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকি। ভাগ্য গুণে এবং ঈশ্বরের দয়ায় আমি একটি ভালো স্ক্রিপ্ট পেয়ে যাই। আমি আবিষ্কার করলাম দর্শক আসলে ভালো স্ক্রিপ্ট পছন্দ করেন। আর আমি এটাও বুঝতে পারলাম বরাবরই আমার স্ক্রিপ্ট নির্বাচনের ক্ষমতা বেশ ভালো।’
তিনি আরো বলেন, ‘আমি যা করতে চাই সেটাই মেনে চলি। কখনো হয়ত আমার সিদ্ধান্ত ভুল ছিল, আবার কখনো প্রত্যাশার চেয়েও বেশি পেয়েছি। তবে আমার বেশিরভাগ সিদ্ধান্তেই সফলতা এসেছে এবং আজকে আমার যে অবস্থানে তাতে আমি অনেক খুশি।’

ক্যাটরিনা বর্তমানে তার নতুন ছবি ব্যাং ব্যাং-এর প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এ ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি হলিউডের সিনেমা নাইট অ্যান্ড ডে-এর অফিসিয়াল রিমেক। আশা করি এটিও বক্সঅফিসে ভালো করবে।’
তিনি জানান, যদিও ছবিটি হলিউড মুভি থেকে অনুপ্রাণিত হয়ে করা, তারপরেও ছবিটিকে সঠিকভাবে উপস্থাপন করতে অনেক শ্রম দিতে হয়েছে।
তিনি এও জানান, ছবিটি পুরোপুরিই ভিন্নমাত্রার। এতে শুধু কিছু দৃশ্য হলিউডের ছবি থেকে নেওয়া হয়েছে। যেমন- মোটর বাইকের একটি দৃশ্য। বাকি গল্পটা পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার নিজের মত করেই তৈরি করেছেন।
এই ছবিতে তার সহশিল্পী হৃতিক রোশন। এটি ২ অক্টোবর মুক্তি পাচ্ছে।