বাংলার খবর২৪.কম : বেতন বোনাসের দাবিতে ও পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিজিএমইএ ভবনের সামনে সমাবেশ করছে তোবা শ্রমিক সংগ্রাম পরিষদ।
সোমবার বেলা এগারটার দিকে তারা একটি মিছিল নিয়ে বিজিএমইএ ভবনের ভেতরে প্রবেশ করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়।
পরে তারা ভেতরে ঢুকতে না পেরে ভবনের সামনে সমাবেশ করছে। সমাবেশে বক্তব্য রাখছেন শ্রমিক নেতা মোশরেফা মিশু।
জানা যায়, আগস্ট-সেপ্টেম্বর মাসের বেতন, গত রোজার ঈদের বোনাস ও আসছে কোরবানী ঈদের বোনাসের দাবিতে তোবার শ্রমিকরা আজকের সমাবেশ করছে।