
বাংলার খবর২৪.কম : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র যোবায়ের হত্যা মামলায় জেরা ও জব্দ তালিকার আলামত উপস্থাপন আগামী ১২ অক্টোবর ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক এবিএম নিজামুল হকের আদালতে যোবায়ের হত্যা মামলার ২৭তম সাক্ষী তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানা এসআই মীর শাহেন শাহ পারভেজের সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল।
এদিন আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা জব্দ তালিকার আলমত হিসেবে একটি ৩-৪ ফিটের জিআই পাইপ, কিছু রক্তমাখা মাটি, একটি রক্তমাখা ফুল হাতা শার্ট ও একটি রক্তমাখা প্যান্ট উপস্থাপন করেন।
বাকী জব্দ তালিকার আলামত ও জেরার জন্য আগামী ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। এই মামলা মোট সাক্ষীর সংখ্যা ৩৭।