
ফারুক আহম্মেদ সুজন : হজ-তাবলীগ ও প্রধানমন্ত্রীপুত্র জয়কে নিয়ে বিরূপ মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে অবশেষে মন্ত্রিসভা থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকার ও আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র বাংলার খবর২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছে।
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে লন্ডনে অবস্থান করায় এ সিদ্ধান্ত এখনই কার্যকর হচ্ছে না বলে জানা গেছে। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত কার্যকরের বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে মঙ্গলবার দুপুরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, দল করলে দলের নিয়ম মেনেই করা উচিত। দায়িত্বশীল পদে থেকে সবারই দায়িত্বশীল হওয়া উচিত। দায়িত্বে থেকে দলের জন্য ক্ষতিকর এমন কোনো মন্তব্য কিংবা আচরণ করা উচিত নয়।
ওবায়দুল কাদেরের বক্তব্যের কয়েক ঘণ্টা পরই আবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির এ সিদ্ধান্ত আসে।