বাংলার খবর২৪.কম : বয়সেই বুড়িয়ে গেলেও রজার ফেদেরারের ধার মোটেই কমেনি। ক্যারিয়ারে আরো একটি শিরোপা যোগ করলেন তিনি।
জাইলস সিমনকে ৭-৬,৭-৬ ব্যবধানে হারিয়ে সাংহাই ওপেনের শিরোপা জিতলেন ফেদেরার। এটি তার ২৩তম এটিপি খেতাব।
এই শিরোপা জেতার মধ্যদিয়ে বিশ্ব টেনিস র্যাংকিংয়ে দুইয়ে উঠে এসেছেন সুইজারল্যান্ডের তারকা।