বাংলার খবর২৪.কম : ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিদর্শক মো.মফিজুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার দুদক সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
সহকারী পরিদর্শক মফিজুর রহমানের লিখিত জবাবের পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন (চাকরি) বিধিমালা ২০০৮ এর ৪০ (১) (খ) (৫) বিধিমতে তাকে চাকরি হতে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অপরদিকে দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) বিধিমালা ২০০৮ এর ৩৯ (খ) ও (ছ) বিধির অপরাধেও তাকে বরখাস্ত করা হয়েছে।