
বাংলার খবর২৪.কম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৬৪ পিস স্বর্ণের বারসহ আব্দুল লতিফ (৩৭) নামে একজনকে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ইকে-৫৮২ বিমানে দুবাই থেকে আসা ওই ব্যক্তিকে ৬৪ পিস স্বর্ণের বারসহ আটক করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী কমিশনার উম্মে নাহিদা জানান, ওই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে তিনটি বেনসন সিগারেটের প্যাকেটে ৬৪ পিস স্বর্ণ পাওয়া যায়। যার ওজন সাড়ে ৭ কেজি এবং মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা।
তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।