
বাংলার খবর২৪.কম : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় স্বর্ণসহ দুইজনকে আটকের পর এক কোটি ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। আটককৃত পাকিস্তানি নাগরিকের নাম আব্দুল নুরুল আলম (৩২)।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তাকে আটক করা হয়।
কাস্টমস সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তিনি দুবাই থেকে শাহজালালে আসেন। কাস্টমস কর্তৃপক্ষের সন্দেহে হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার লাগেজ থেকে এক কোটি ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
এর আগে শনিবার সকাল সাড়ে ৮টায় সাড়ে সাত কেজি ও সন্ধ্যা ৬ টার দিকে সাড়ে ৩ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এসময় দুইজনকে আটক করা হয়।