পূর্বাহ্ন, শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক Logo লালমনিরহাটে আজহারীর মাহফিল, ১০ লাখ মানুষের জন্য প্রস্তুত ৪ মাঠ Logo প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে কমিটি Logo বরগুনা বিএনপির মাথার উপর নেই বটগাছ,যে যার মত চালাচ্ছেন দলীয় কাজকর্ম । Logo নরসিংদী সদর ও কিশোরগঞ্জের হোসেনপুরে মোবাইল কোর্ট পরিচালনা Logo বগুড়ায় মনিপঞ্চায়েত কল্যাণ ট্রাস্টের কম্বল বিতরণ Logo নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন Logo বাউফলে ছাত্রদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন! Logo আব্দুল আলীমের মরদেহ দীর্ঘ আড়াই বছর পর ময়নাতদন্তের জন্য উত্তোলন Logo সুন্দরগঞ্জে বুরো বাংলাদেশের শীতবস্ত্র বিতরণ।

নিখোঁজের ১২ দিন পর পাটখেতে মিললো নারীর কঙ্কাল

ডেস্ক: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটখেত থেকে জান্নাতি বেগম (২২) নামে নারীর মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের পাটখেত থেকে এ কঙ্কাল ও হাড় উদ্ধার করা হয়। জান্নাতি ওই গ্রামের আবুল কাশেম বেপারীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, ৪-৫ বছর আগে বালিয়াকান্দি উপজেলার নারায়নপুর গ্রামের কুদ্দুছ নামে এক ব্যক্তির সঙ্গে জান্নাতির বিয়ে হয়। তার তিন বছর বয়সি এক ছেলে রয়েছে। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে জান্নাতির বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় ছেলেকে তার স্বামী নিয়ে যায়। এরপর থেকে তিনি পাতুরিয়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। গত ৫ জুলাই রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। রাত ১২টার দিকেও তার মা তাকে ঘরে দেখতে পায়। তবে রাত ১ টার দিকে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তখন তিনি ঘরে ছিলেন না। এরপর তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১১ জুলাই তার পরিবারের লোকজন কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার দুপুর ১টার দিকে পাতুরিয়া গ্রামের পূর্বপাড়া মাঠের পাটখেতে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মানুষের মরদেহের কঙ্কাল ও হাড়গোর দেখতে পান। মরদেহটি শেয়াল অথবা কুকুরে খেয়ে কয়েক টুকরো করেছে; যা দেখে চেনার কোন উপায় ছিল না। পরে ওই ব্যক্তি দৌড়ে এসে এলাকার লোকজনকে খবর দেন। কঙ্কাল ও হাড়গোরের পাশেই একটি ব্যাগ ছিল। জান্নাতির বাবা-মা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগ দেখে মেয়ের মরদেহ শনাক্ত করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ দুপুরেই ঘটনাস্থলে আসে। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা কঙ্কাল ও হাড়গোর উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, পাতুরিয়া গ্রামের একটি পাটখেত থেকে মানুষের কঙ্কাল ও হাড়গোর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কঙ্কাল ও হাড়গোরগুলো স্থানীয় জান্নাতি নামে এক নারীর বলে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই পরিবার থানায় মামলা দায়ের করবেন। আর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

নিখোঁজের ১২ দিন পর পাটখেতে মিললো নারীর কঙ্কাল

আপডেট টাইম : ০৫:৩৮:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

ডেস্ক: রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজের ১২ দিন পর পাটখেত থেকে জান্নাতি বেগম (২২) নামে নারীর মরদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামের পাটখেত থেকে এ কঙ্কাল ও হাড় উদ্ধার করা হয়। জান্নাতি ওই গ্রামের আবুল কাশেম বেপারীর মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য মো. সিরাজুল ইসলাম জানান, ৪-৫ বছর আগে বালিয়াকান্দি উপজেলার নারায়নপুর গ্রামের কুদ্দুছ নামে এক ব্যক্তির সঙ্গে জান্নাতির বিয়ে হয়। তার তিন বছর বয়সি এক ছেলে রয়েছে। প্রায় আট মাস আগে স্বামীর সঙ্গে জান্নাতির বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় ছেলেকে তার স্বামী নিয়ে যায়। এরপর থেকে তিনি পাতুরিয়া গ্রামে বাবার বাড়িতে থাকতেন। গত ৫ জুলাই রাতের খাবার খেয়ে তিনি শুয়ে পড়েন। রাত ১২টার দিকেও তার মা তাকে ঘরে দেখতে পায়। তবে রাত ১ টার দিকে তার মা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হলে তখন তিনি ঘরে ছিলেন না। এরপর তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। এ ঘটনায় গত ১১ জুলাই তার পরিবারের লোকজন কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার দুপুর ১টার দিকে পাতুরিয়া গ্রামের পূর্বপাড়া মাঠের পাটখেতে ঘাস কাটতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি মানুষের মরদেহের কঙ্কাল ও হাড়গোর দেখতে পান। মরদেহটি শেয়াল অথবা কুকুরে খেয়ে কয়েক টুকরো করেছে; যা দেখে চেনার কোন উপায় ছিল না। পরে ওই ব্যক্তি দৌড়ে এসে এলাকার লোকজনকে খবর দেন। কঙ্কাল ও হাড়গোরের পাশেই একটি ব্যাগ ছিল। জান্নাতির বাবা-মা ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগ দেখে মেয়ের মরদেহ শনাক্ত করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ দুপুরেই ঘটনাস্থলে আসে। পরে সন্ধ্যা ৭টার দিকে তারা কঙ্কাল ও হাড়গোর উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান জানান, পাতুরিয়া গ্রামের একটি পাটখেত থেকে মানুষের কঙ্কাল ও হাড়গোর উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। কঙ্কাল ও হাড়গোরগুলো স্থানীয় জান্নাতি নামে এক নারীর বলে শনাক্ত করেছেন তার পরিবারের সদস্যরা। এ ঘটনায় ওই পরিবার থানায় মামলা দায়ের করবেন। আর ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর ওই নারীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।