
বাংলার খবর২৪.কম : মঙ্গলবার ভোরে রাজধানীর মাদারটেক এলাকায় ডাকাতের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আহত হয়েছেন বাবা-ছেলে।
মাদারটেকের বাগানবাড়ি এলাকায় ১২৫/২ নম্বরের বাড়িতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির ভাড়াটিয়া হেলালউদ্দিন জানান, ভোর সাড়ে চারটার দিকে ৮/১০ জন ডাকাত এসে দারোয়ান আবদুল মান্নানকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে বাড়ির তৃতীয় তলায় উঠে তাকে দিয়ে বাড়িওয়ালাকে ডাকে। বাড়িওয়ালা দরজা খুললে ডাকাতরা ভেতরে প্রবেশ করে। এসময় দারোয়ানের হাত-পা বেঁধে ফেলা হয়। বাড়ির লোকজন চিৎকার দিলে ডাকাতরা গৃহকর্তা আবুল হোসেন (৬৫) ও তার ছেলে জাহেদকে এলোপাতাড়ি কোপায় (৪০)।
চিৎকার শুনে আশপাশের লোকজন ও বাড়ির ভাড়াটিয়ারা ছুটে আসেন। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়।
আবুল হোসেন ও জাহেদকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেলাল জানান, আবুল হোসেন বিনিয়োগ বোর্ডের কর্মকর্তা ছিলেন।