পূর্বাহ্ন, রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা Logo মরা গরুর মাংস বিক্রির দায়ে দশ হাজার টাকা জরিমানা ও মাংস আগুনে বিনষ্ট। Logo হাতীবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু Logo হাতীবান্ধায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি জিহান গ্রেফতার Logo পাটগ্রাম সরকারি কর্মকর্তা আওয়ামী লীগের লিফলেট বিতরণে Logo ভেঙে ফেলা হয়েছে বরগুনায় নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম নৌকা জাদুঘর। Logo হাতীবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত হন মোটরসাইকেল আরোহী Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ Logo লালমনিরহাটে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দানে ব্যর্থ হয়েছেন এক ঠিকাদারি প্রতিষ্ঠান

দুর্দিন আওয়ামী লীগের কান্ডারী আলহাজ্ব আব্দুল মোতালিবের বিদায়

ফারুক আহমেদ সুজন : এক মহি সুরের বিদায় ।দুর্দিন আওয়ামী লীগের কান্ডারী আলহাজ্ব আব্দুল মোতালিবের বিদায়। ৩০ উর্ধ প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন তার সম্পর্কে। সাতাশি থেকে ২০০৫ এই সময়ে আওয়ামী লীগ আগলে রেখেছেন নিজের সন্তানের মত। ৯১ সালে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েও প্রসাদ ষড়যন্ত্রে বঞ্চিত কিন্তু মনোনয়ন থেকে তারপরও ছেড়ে যাননি আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় আব্দুল মতিন চৌধুরীর স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী বিভিন্নভাবে হয়েছে নির্যাতিত হয়েছেন খেয়েছেন মামলা-মোকদ্দমা আর তাদেরকেই আগলে রেখেছেন আব্দুল মোতালিব ।তার ঢাকার ইস্কাটন রোডে সোহাগ কমিউনিকেশন সেন্টারে ছিল ঐসব নেতাকর্মীদের আশ্রয়স্থল। ৮৭ সম্মেলনে আব্দুল মোতালিব সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এরসাদ বিরোধী আন্দোলন ২০০১ এর সম্মেলনে পুনরায় একই কমিটি জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলনে করে পালিয়ে থাকা নেতাকর্মী যারা আশ্রয় ছিল আলহাজ্ব আব্দুল মোতালিব এর সোহাগ কমিউনিটি সেন্টার। আর মোতালিব সাহেবের সহধর্মিনী আফরোজা মোতালিব ছিলেন তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাবুর্চি ।রাত নেই দিন নেই তৎকালীন সময় এমন কোন নেতাকর্মী নেই তারা আফরোজা মোতালেবের হাতে রান্না খাননি। ৮৭ -৯১ -২০০৫ সময়গুলোতে আলহাজ্ব আব্দুল মোতালিব ।আলহাজ্ব লায়ন আব্দুর রাজ্জাক ।আবুল বাশার টুকু। এই তিন ব্যবসায়ী ও শিল্পপতির হাতেই ছিল রূপগঞ্জের আওয়ামী লীগের চাবিকাঠি রূপগঞ্জের যতগুলো প্রোগ্রাম হতো তাদের হাত থেকেই আসতো তার অর্থ। তাদের মধ্যে মোতালিব ছিলেন অন্যতম ।যেই লোকটি সারাটি জীবন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন প্রতিটি বার নিজের হাতে গড়া সংগঠনের নেতাকর্মীদের হাতে হয়েছেন প্রসাদ ষড়যন্ত্রের শিকার। বাস্তবতাটা বড়ই নির্মম একটি সময় যে লোকটা নিজের অর্থ শ্রম মেধা সবকিছু বিলিয়ে দিয়ে রূপগঞ্জের আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন বিদায় বেলায় অনেকেই তার খোঁজ নিতে যান নি। এখনকার তরুণ প্রজন্ম ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অনেক নেতা কর্মীরাই জানেন না আব্দুল মোতালিব এর অতীতের কর্মকাণ্ডগুলো। এরশাদ বিরোধী আন্দোলন জামাত বিএনপি বিরুদ্ধে আন্দোলন সংগ্রামগুলোতে যথেষ্ট শ্রম অর্থএবং সময় দিয়ে আজকে অনেক নেতাকেই প্রতিষ্ঠিত করেছেন। আমি হয়তো জানি না ৯০ এর পরবর্তী আজকে যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠিত নেতা কর্মী রূপগঞ্জে তারা কি করে মোতালিব সাহেবকে ভুলে যায়। আলহাজ্ব আব্দুল মোতালিব রূপগঞ্জ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবে না হয়তো অনেকেই। বহুরাত দিন আফরোজা মোতালিবের হাতের রান্না খেয়েছি আমি নিজেও। অনেক রাত কাটিয়েছি সোহাগ কমিউনিটি সেন্টারের ।তৎকালীন সময় পাশে পেয়ে ছিলাম আওয়ামী লীগ নেতা আবুল ফজল রাজু নজরুল ইসলাম চৌধুরী আলতাফ হোসেন সহ অনেককেই তারা হয়তো ভুলে গেছেন আব্দুল মোতালিব সাহেবকে। বিগত ১০ বছর আমি নিজেও জানতাম না মোতালিব সাহেব কেমন আছেন সুস্থ না অসুস্থ হঠাৎ করে মৃত্যুর সংবাদটি শোনার পর নিজের কাছে অনুশোচিত হচ্ছি। ওপারে ভালো থাকবেন মোতালেব ভাই সৃষ্টিকর্তার কাছে সর্বশেষ এই কামনা এই প্রার্থনা আল্লাহ আপনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে প্রত্যাশাই করি।

লেখক

Tag :
জনপ্রিয় সংবাদ

তিস্তা মহা পরিকল্পনার বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

দুর্দিন আওয়ামী লীগের কান্ডারী আলহাজ্ব আব্দুল মোতালিবের বিদায়

আপডেট টাইম : ০২:৫০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩

ফারুক আহমেদ সুজন : এক মহি সুরের বিদায় ।দুর্দিন আওয়ামী লীগের কান্ডারী আলহাজ্ব আব্দুল মোতালিবের বিদায়। ৩০ উর্ধ প্রতিটি আওয়ামী লীগের নেতাকর্মীরা জানেন তার সম্পর্কে। সাতাশি থেকে ২০০৫ এই সময়ে আওয়ামী লীগ আগলে রেখেছেন নিজের সন্তানের মত। ৯১ সালে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েও প্রসাদ ষড়যন্ত্রে বঞ্চিত কিন্তু মনোনয়ন থেকে তারপরও ছেড়ে যাননি আওয়ামী লীগ। বিএনপি ক্ষমতায় আব্দুল মতিন চৌধুরীর স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের প্রতিটা নেতাকর্মী বিভিন্নভাবে হয়েছে নির্যাতিত হয়েছেন খেয়েছেন মামলা-মোকদ্দমা আর তাদেরকেই আগলে রেখেছেন আব্দুল মোতালিব ।তার ঢাকার ইস্কাটন রোডে সোহাগ কমিউনিকেশন সেন্টারে ছিল ঐসব নেতাকর্মীদের আশ্রয়স্থল। ৮৭ সম্মেলনে আব্দুল মোতালিব সভাপতি আব্দুল মান্নান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে এরসাদ বিরোধী আন্দোলন ২০০১ এর সম্মেলনে পুনরায় একই কমিটি জামাত বিএনপির বিরুদ্ধে আন্দোলনে করে পালিয়ে থাকা নেতাকর্মী যারা আশ্রয় ছিল আলহাজ্ব আব্দুল মোতালিব এর সোহাগ কমিউনিটি সেন্টার। আর মোতালিব সাহেবের সহধর্মিনী আফরোজা মোতালিব ছিলেন তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাবুর্চি ।রাত নেই দিন নেই তৎকালীন সময় এমন কোন নেতাকর্মী নেই তারা আফরোজা মোতালেবের হাতে রান্না খাননি। ৮৭ -৯১ -২০০৫ সময়গুলোতে আলহাজ্ব আব্দুল মোতালিব ।আলহাজ্ব লায়ন আব্দুর রাজ্জাক ।আবুল বাশার টুকু। এই তিন ব্যবসায়ী ও শিল্পপতির হাতেই ছিল রূপগঞ্জের আওয়ামী লীগের চাবিকাঠি রূপগঞ্জের যতগুলো প্রোগ্রাম হতো তাদের হাত থেকেই আসতো তার অর্থ। তাদের মধ্যে মোতালিব ছিলেন অন্যতম ।যেই লোকটি সারাটি জীবন বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন প্রতিটি বার নিজের হাতে গড়া সংগঠনের নেতাকর্মীদের হাতে হয়েছেন প্রসাদ ষড়যন্ত্রের শিকার। বাস্তবতাটা বড়ই নির্মম একটি সময় যে লোকটা নিজের অর্থ শ্রম মেধা সবকিছু বিলিয়ে দিয়ে রূপগঞ্জের আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন বিদায় বেলায় অনেকেই তার খোঁজ নিতে যান নি। এখনকার তরুণ প্রজন্ম ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ অনেক নেতা কর্মীরাই জানেন না আব্দুল মোতালিব এর অতীতের কর্মকাণ্ডগুলো। এরশাদ বিরোধী আন্দোলন জামাত বিএনপি বিরুদ্ধে আন্দোলন সংগ্রামগুলোতে যথেষ্ট শ্রম অর্থএবং সময় দিয়ে আজকে অনেক নেতাকেই প্রতিষ্ঠিত করেছেন। আমি হয়তো জানি না ৯০ এর পরবর্তী আজকে যারা আওয়ামী লীগের প্রতিষ্ঠিত নেতা কর্মী রূপগঞ্জে তারা কি করে মোতালিব সাহেবকে ভুলে যায়। আলহাজ্ব আব্দুল মোতালিব রূপগঞ্জ আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারী আমার সাথে দ্বিমত পোষণ করতে পারবে না হয়তো অনেকেই। বহুরাত দিন আফরোজা মোতালিবের হাতের রান্না খেয়েছি আমি নিজেও। অনেক রাত কাটিয়েছি সোহাগ কমিউনিটি সেন্টারের ।তৎকালীন সময় পাশে পেয়ে ছিলাম আওয়ামী লীগ নেতা আবুল ফজল রাজু নজরুল ইসলাম চৌধুরী আলতাফ হোসেন সহ অনেককেই তারা হয়তো ভুলে গেছেন আব্দুল মোতালিব সাহেবকে। বিগত ১০ বছর আমি নিজেও জানতাম না মোতালিব সাহেব কেমন আছেন সুস্থ না অসুস্থ হঠাৎ করে মৃত্যুর সংবাদটি শোনার পর নিজের কাছে অনুশোচিত হচ্ছি। ওপারে ভালো থাকবেন মোতালেব ভাই সৃষ্টিকর্তার কাছে সর্বশেষ এই কামনা এই প্রার্থনা আল্লাহ আপনাকে বেহেস্তের সর্বোচ্চ স্থানে প্রত্যাশাই করি।

লেখক