বাংলার খবর২৪.কম : গাজীপুরের টঙ্গীতে ১১শ’ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটকের পর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলো, ময়মনসিংহের শেওড়া গ্রামের খোকন খান ও ঢাকার উত্তরখানের শাহ আলম।
টঙ্গী মডেল থানার ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীটেক এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। ওই বাসার একটি কক্ষের ভেতর থলিতে রক্ষিত ১১শ’ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত থাকার দায়ে খোকন ও শাহ আলমকে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।