
বাংলার খবর২৪.কম : রাজধানীর যাত্রাবাড়ীতে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু গুরুতর আহত হয়েছেন। আহত বন্ধুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম রোমান (৩০)।
বুধবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে যাত্রাবাড়ীর মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
ঢামেক হাসাতালে আহত রোমানের এক আত্মীয় রাকিবুল জানান, বুধবার সন্ধ্যায় রাসেল নামে রোমানের এক বন্ধু তাকে ডেকে সুতিখাল পাড় এলাকায় নিয়ে যায়। সেখানে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে সে গুরুতর আহত হয়।
তবে কি কারণে বন্ধু এভাবে তাকে ছুরিকাঘাত করল তা তিনি জানাতে পারেননি।