
বাংলার খবর২৪.কম : ইবোলার ভয়াবহতার সবচেয়ে বড় শিকার পশ্চিম আফ্রিকার কিছু দেশ। আফ্রিকার আইভরিকোস্ট থেকে ছুটিতে দেশে আসা মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার কালীনগর গ্রামে এক যুবক ইবোলা আক্রান্ত বলে গুঞ্জন-গুজব ছড়িয়ে পড়েছে উপজেলার সর্বত্র।
প্রবাসী মহসিন উল্লাহ (৩৪) কালীনগর গ্রামের আহসান উল্লাহর ছেলে। গত ৫ দিন আগে সে ছুটিতে দেশে আসে। প্রায় ৬ মাস সে আইভরিকোস্ট কর্মরত অবস্থায় ছিল। শুক্রবার দিনভর ওই গুঞ্জনে জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেখা দিয়েছে আতংক।
স্থানীয়রা জানান, যুবকের ইবলো আক্রান্ত হওয়ার গুঞ্জনের পেছনে গ্রামবাসীর সন্দেহের প্রধান কারণ হল আফ্রিকার দেশে দেশে ইবোলা মহামারী। ওই যুবক আফ্রিকার দেশ থেকেই ফিরেছে।
সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উলফাত আরা জানান, কালীনগর গ্রামের যুবক মহসিনও ইবোলায় আক্রান্ত বলে কানাঘুষা শোনা যাচ্ছে। স্বাস্থ্য বিভাগের একটি চিকিৎসক টিম যুবকটির বাড়িতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, যুবকের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার পরই বলা যাবে সে ইবোলা আক্রান্ত কিনা।
তবে আফ্রিকা থেকে ফেরত থেকে আসা মহসিন উল্লাহ জানান, আমি সুস্থ্য আছি। বিমানবন্দরে আমাকে পরীক্ষা করা হয়েছে।
তবে আমি জানি আমাকে নিয়ে গ্রাম জুড়ে ইবোলা আক্রান্তে গুজব ছড়িয়ে পড়ছে গ্রামের লোকজন বলছেন আমি ইবোলা রোগী। অথচ আমি বেশ সুস্থ্য রয়েছি। আমি ভাল মতই চলাচল করছি।