
বাংলার খবর২৪.কম : ‘সেলফি গার্ল’ কিম কার্ডাশিয়ান ফের শোরগোল ফেললেন। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করে শোরগোল ফেললেন তিনি। আসলে কিম তাঁর ফ্যাশন কালেকশনের পঞ্চম পর্যায় লঞ্চ করলেন। এই পর্যায়ের দুটি ছবি তিনি পোস্ট করেছেন।
এই কালেকশন আগামী সপ্তাহেই বিক্রি শুরু হবে। দুটি ছবির মধ্য একটিতে নকল চিতার সঙ্গে রয়েছেন কিম। অন্যটিতেও যথেষ্ট হট আমেরিকার এই মডেল।