
নওগাঁ প্রতিনিধি :
নওগাঁ জেলার সদ্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন। মো. কুতুব উদ্দিন গত ৮ই সেপ্টেম্বর নওগাঁ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজ ২৬শে সেপ্টেম্বর তার পদোন্নতির খবর জানানো হয়।
এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. গাজিউর রহমান পিপিএম। জানা যায়, মো. কুতুব উদ্দিন ২৪তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে এএসপি হিসেবে যোগদান করেন। তার পদোন্নতি উপলক্ষে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে আজ তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পুলিশ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা তার এই সাফল্যে গর্বিত। এ বিষয়ে পুলিশ সুপার মো. কুতুব উদ্দিন তার আনন্দ প্রকাশ করেন এবং পদোন্নতি প্রদান করায় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তার পেশাগত দায়িত্ব পালনে সর্বদা শ্রদ্ধাশীল থেকে দেশের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নওগাঁ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব, উপ-পুলিশ সুপারগণ, থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সিভিল স্টাফগণ। উপস্থিত সকলেই সদ্য পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. কুতুব উদ্দিনকে শুভেচ্ছা জানিয়ে তার সঙ্গে সৌজন্য বিনিময় করেন।