পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক Logo থাপ্পড়ের প্রতিশোধ নিতেই ঘুমন্ত যুবককে কুপিয়ে হত্যা Logo হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo ভোলার লালমোহন ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo বিমান বিধ্বস্তে ২৪১ যাত্রী নিহত, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক Logo ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক Logo সারা দেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা Logo সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, বিজিবি-এলাকাবাসীর বাধা Logo যশোরর শার্শায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo নওগাঁয় মারধরের পর স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

ময়ূরীর প্রেমিক ছিলেন শ্রাবন খান!

বাংলার খবর২৪.কম : moiyouri-srabonsrabon-moyuri ঢালিউডের একসময়কার অশ্লীল সিনেমার প্রথম সারির অভিনেত্রী ময়ূরীর সঙ্গে প্রেম করতেন উঠতি নায়ক শ্রাবন শাহ। এ নায়ক ময়ূরীর ছত্রছায়ায় সিনেমা জগতে এসে এখন ময়ূরীকে ভুলে গেছেন বলে শোনা যাচ্ছে। আর সম্প্রতি এমন খবর প্রকাশ হয়েছে ফেসবুকের বেশ কিছু পেজে। ঐসব পেজ থেকে ময়ূরী ও শ্রাবন শাহের অন্তরঙ্গ ছবিও প্রকাশ করা হয়েছে।
ফেসবুক পেজে বলা হচ্ছে, চিত্রনায়িকা ময়ূরী যখন একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন তার সহকারী হিসেবে যোগ দেন আজকের নবাগত নায়ক শ্রাবন শাহ। তখন থেকেই ময়ূরী শ্রাবন শাহের ভদ্র আচরন দেখে তাকে স্টেজ পারফর্ম করার সুযোগ দেন। প্রথম শোতেই ময়ূরীর সাথে তাল মিলিয়ে নাচের পারদর্শীতা দেখিয়ে মুগ্ধ করে ফেলেন ময়ূরীকে। তখন থেকেই শুরু হয় শ্রাবন শাহের একের পর এক স্টেজ পারফর্ম।
বলা হচ্ছে, এসময়ই শ্রাবন স্বপ্ন দেখতে শুরুকরে বাংলা চলচ্চিত্রের নায়ক হওয়ার। ময়ূরী তার মনের অবস্থান বুঝতে পেরে বিভিন্ন চিত্রপরিচালকদের সঙ্গে যোগাযোগ করেন। এভাবে বেশ কিছুদিন কাজ করার পর দুজনে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। ময়ূরীর ভালবাসার সুযোগ নিয়ে এগিয়ে যেতে থাকে শ্রাবন। আর এরই ফাকে শ্রাবন শাহ চলচ্চিত্রে কিছুটা পদার্পন করার সুযোগ পেয়ে যায়। আর ঠিক তখনি ময়ূরীর সাথে স্টেজ পারফর্ম করার অনিচ্ছা প্রকাশ করে।
এরপর ‘তোকে ভালবাসতেই হবে’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ময়ূরী স্টেজ পারফর্ম করতে গিয়ে শ্রাবনকে না পেয়ে আরও একাকি হয়ে শ্রাবনকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু সে প্রস্তাব নাকি ফিরিয়ে দেন শ্রাবন।
উল্লেখ্য, বর্তমানে শ্রাবন শাহের ‘দ্য স্টোরি অফ সামারা’, ‘অশান্ত মেয়ে’, ‘মাঝ রাতের প্রেম’, ‘হ্যালো ম্যাডাম’, ‘পরশ প্রেমের ছোয়া’সহ বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

ময়ূরীর প্রেমিক ছিলেন শ্রাবন খান!

আপডেট টাইম : ০২:৪৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : moiyouri-srabonsrabon-moyuri ঢালিউডের একসময়কার অশ্লীল সিনেমার প্রথম সারির অভিনেত্রী ময়ূরীর সঙ্গে প্রেম করতেন উঠতি নায়ক শ্রাবন শাহ। এ নায়ক ময়ূরীর ছত্রছায়ায় সিনেমা জগতে এসে এখন ময়ূরীকে ভুলে গেছেন বলে শোনা যাচ্ছে। আর সম্প্রতি এমন খবর প্রকাশ হয়েছে ফেসবুকের বেশ কিছু পেজে। ঐসব পেজ থেকে ময়ূরী ও শ্রাবন শাহের অন্তরঙ্গ ছবিও প্রকাশ করা হয়েছে।
ফেসবুক পেজে বলা হচ্ছে, চিত্রনায়িকা ময়ূরী যখন একের পর এক সিনেমা নিয়ে ব্যস্ত তখন তার সহকারী হিসেবে যোগ দেন আজকের নবাগত নায়ক শ্রাবন শাহ। তখন থেকেই ময়ূরী শ্রাবন শাহের ভদ্র আচরন দেখে তাকে স্টেজ পারফর্ম করার সুযোগ দেন। প্রথম শোতেই ময়ূরীর সাথে তাল মিলিয়ে নাচের পারদর্শীতা দেখিয়ে মুগ্ধ করে ফেলেন ময়ূরীকে। তখন থেকেই শুরু হয় শ্রাবন শাহের একের পর এক স্টেজ পারফর্ম।
বলা হচ্ছে, এসময়ই শ্রাবন স্বপ্ন দেখতে শুরুকরে বাংলা চলচ্চিত্রের নায়ক হওয়ার। ময়ূরী তার মনের অবস্থান বুঝতে পেরে বিভিন্ন চিত্রপরিচালকদের সঙ্গে যোগাযোগ করেন। এভাবে বেশ কিছুদিন কাজ করার পর দুজনে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন। ময়ূরীর ভালবাসার সুযোগ নিয়ে এগিয়ে যেতে থাকে শ্রাবন। আর এরই ফাকে শ্রাবন শাহ চলচ্চিত্রে কিছুটা পদার্পন করার সুযোগ পেয়ে যায়। আর ঠিক তখনি ময়ূরীর সাথে স্টেজ পারফর্ম করার অনিচ্ছা প্রকাশ করে।
এরপর ‘তোকে ভালবাসতেই হবে’, ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন তিনি। ময়ূরী স্টেজ পারফর্ম করতে গিয়ে শ্রাবনকে না পেয়ে আরও একাকি হয়ে শ্রাবনকে বিয়ে করার প্রস্তাব দেন। কিন্তু সে প্রস্তাব নাকি ফিরিয়ে দেন শ্রাবন।
উল্লেখ্য, বর্তমানে শ্রাবন শাহের ‘দ্য স্টোরি অফ সামারা’, ‘অশান্ত মেয়ে’, ‘মাঝ রাতের প্রেম’, ‘হ্যালো ম্যাডাম’, ‘পরশ প্রেমের ছোয়া’সহ বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে।