অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন Logo লালমনিরহাটে আওয়ামী লীগের পাতি নেতার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা গ্রহণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন Logo রূপগঞ্জ কায়েতপাড়ায় ৯ দফা দাবিতে ভূমি দস্যুদের বিরুদ্ধে জমি মালিকদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল Logo রাজারহাটে আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে ইউএনও,দিলেন সহায়তা Logo বাউফলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ। Logo দলিল রেজিস্ট্রেশন করতে গিয়ে দলিল লেখকের মারধরে আহত হয়ে হাসপাতালে দুই ভাই Logo বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু না হওয়ায় ৪ দিন ধরে রেলপথ অবরোধ Logo সরকারি বিলের ডাকে অংশ নিতে বাঁধা,নগদ টাকা ও মোবাইল ছিনতাই Logo ৪৮ ঘন্টার মধ্যে ঘুষখোর নাজিরকে স্থায়ীভাবে বরখাস্তের দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের

ঘুষ না দেওয়ায় ২৭ জন নার্সের ছুটি ও ভাতা আটকে রেখে জনপ্রতি ১২০০ টাকা ঘুস দাবি

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি: জেলায় চিকিৎসা সেবার প্রধান প্রতিষ্ঠান ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। জেলার ১২ লক্ষাধিক মানুষ চিকিৎসা নিতে আসলেও হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। এখানে চিকিৎসক, জনবলসহ নানা সংকট স্বাস্থ্যসেবাকে ব্যাহত করছে। বরগুনা জেনারেল হাসপাতালটি ১০০ শয্যা থেকে উন্নীত করে ২৫০ শয্যা করা হলেও বাড়েনি অবকাঠামো অথবা জনবল। এখানে নেই মেডিসিন, সার্জারি ও কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসক। বর্তমানে এই হাসপাতালের জনবল সংখ্যা প্রয়োজনের এক-চতুর্থাংশ মাত্র। এতো সংকটের মাঝেও থেমে নেই হাসপাতালের বিভিন্ন সেক্টরের দূর্নীতি, অনিয়ম ও স্বজন প্রীতি

সম্প্রতি বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের কাছ থেকে শ্রান্তিবিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরের নামে ঘুষ দাবির অভিযোগ উঠেছে প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ঘুষ না দেওয়ায় ২৭ জন নার্সের ছুটি ও ভাতা আটকে রাখা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম নজমুল আহসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযোগ পেয়ে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সদের অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১২ ডিসেম্বর সরকারি চাকরিতে যারা যোগদান করেন, তাদের ২০২৪ সালের ১২ ডিসেম্বর তিন বছর পূর্ণ হয়েছে। নিয়ম অনুযায়ী তিন বছর পূর্ণ হওয়ায় যথাসময়ে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা পাওয়ার জন্য প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক রফিকুল ইসলামের কাছে আবেদনপত্রসহ প্রয়োজনী কাগজপত্র জমা দেওয়া হয়।

তবে আবেদনের পরও যথাসময়ে হাসপাতালে কর্মরত ২৭ জন সিনিয়র নার্সদের ছুটি ও ভাতা মঞ্জুরির কোনো ব্যবস্থা করেননি রফিকুল ইসলাম। পরে এ বিষয়ে জানতে চাইলে ডিজি অফিস থেকে বরাদ্দের ব্যবস্থা ও জেলা হিসাব রক্ষণ অফিস থেকে পাস করাতে জনপ্রতি ১২০০ টাকা দাবি করেন তিনি।

আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিজি অফিস ছুটি ও ভাতা মঞ্জুরির বাজেট স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ করলেও রফিকুল ইসলাম নার্সদের কাছে ঘুসের টাকা দাবিসহ সঠিক সময়ে কোনো ব্যবস্থা নেননি। এতে শ্রান্তি বিনোদন প্রাপ্তির নির্ধারিত গত ১২ ডিসেম্বরের পরিবর্তে যেদিন পাস হবে ওইদিন থেকে কার্যকর হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র স্টাফ নার্সরা অভিযোগ করে বলেন, ‘আমরা লিখিত অভিযোগ দিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো রফিকুল ইসলাম আমাদের বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করে যাচ্ছেন।’

এ বিষয়ে উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, ‘সরকারি চাকরিতে একজন কর্মচারী ৩ বছর পরে শ্রান্তি বিনোদন ভাতা পান। সেটাও যদি পিছিয়ে যায় তবে পরবর্তীতে আবার ৩ বছর পরে এটি নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এটির প্রভাবে এমনও হতে পারে যথাযথ সময়ে শ্রান্তি বিনোদন ভাতা না পাওয়ায় অবসরকালীন সময়ের শেষের ৩ বছর পূর্ণ না হলে তিনি দুর্ভাগ্যবশত এই টাকা থেকে বঞ্চিতও হতে পারেন। আমাদের সিনিয়র স্টাফ নার্সরা অনেক কষ্ট করেন। তাই আমি আশা করি যাতে তাদের এই বিষয়টি দ্রুত সমাধান করা হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ তো যে কেউ দিতে পারে। আমি কারও কাছ থেকে টাকা দাবি করিনি। আমার কাছে আবেদন জমা দিয়েছে ২৭ জন। অফিসে প্রসেসিং একটু দেরি হয়েছে। এ কারণে হয়তো অভিযোগ দিয়েছে।’

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমূল আহসান বলেন, অভিযোগ পেয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

ট্রেনের দাবিতে সড়ক অবরোধ,৪০ কিলোমিটার থেকে যানবাহন বন্ধ

ঘুষ না দেওয়ায় ২৭ জন নার্সের ছুটি ও ভাতা আটকে রেখে জনপ্রতি ১২০০ টাকা ঘুস দাবি

আপডেট টাইম : ১২:৩৪:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধি: জেলায় চিকিৎসা সেবার প্রধান প্রতিষ্ঠান ২৫০ শয্যার বরগুনা জেনারেল হাসপাতাল। জেলার ১২ লক্ষাধিক মানুষ চিকিৎসা নিতে আসলেও হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। এখানে চিকিৎসক, জনবলসহ নানা সংকট স্বাস্থ্যসেবাকে ব্যাহত করছে। বরগুনা জেনারেল হাসপাতালটি ১০০ শয্যা থেকে উন্নীত করে ২৫০ শয্যা করা হলেও বাড়েনি অবকাঠামো অথবা জনবল। এখানে নেই মেডিসিন, সার্জারি ও কার্ডিওলজির মতো গুরুত্বপূর্ণ বিভাগের চিকিৎসক। বর্তমানে এই হাসপাতালের জনবল সংখ্যা প্রয়োজনের এক-চতুর্থাংশ মাত্র। এতো সংকটের মাঝেও থেমে নেই হাসপাতালের বিভিন্ন সেক্টরের দূর্নীতি, অনিয়ম ও স্বজন প্রীতি

সম্প্রতি বরগুনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্সদের কাছ থেকে শ্রান্তিবিনোদন ছুটি ও ভাতা মঞ্জুরের নামে ঘুষ দাবির অভিযোগ উঠেছে প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক মো. রফিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, ঘুষ না দেওয়ায় ২৭ জন নার্সের ছুটি ও ভাতা আটকে রাখা হয়েছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ. কে. এম নজমুল আহসান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযোগ পেয়ে আমরা তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালে কর্মরত সিনিয়র স্টাফ নার্সদের অভিযোগে উল্লেখ করা হয়, ২০২১ সালের ১২ ডিসেম্বর সরকারি চাকরিতে যারা যোগদান করেন, তাদের ২০২৪ সালের ১২ ডিসেম্বর তিন বছর পূর্ণ হয়েছে। নিয়ম অনুযায়ী তিন বছর পূর্ণ হওয়ায় যথাসময়ে শ্রান্তি বিনোদন ছুটি ও ভাতা পাওয়ার জন্য প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক রফিকুল ইসলামের কাছে আবেদনপত্রসহ প্রয়োজনী কাগজপত্র জমা দেওয়া হয়।

তবে আবেদনের পরও যথাসময়ে হাসপাতালে কর্মরত ২৭ জন সিনিয়র নার্সদের ছুটি ও ভাতা মঞ্জুরির কোনো ব্যবস্থা করেননি রফিকুল ইসলাম। পরে এ বিষয়ে জানতে চাইলে ডিজি অফিস থেকে বরাদ্দের ব্যবস্থা ও জেলা হিসাব রক্ষণ অফিস থেকে পাস করাতে জনপ্রতি ১২০০ টাকা দাবি করেন তিনি।

আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ডিজি অফিস ছুটি ও ভাতা মঞ্জুরির বাজেট স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ করলেও রফিকুল ইসলাম নার্সদের কাছে ঘুসের টাকা দাবিসহ সঠিক সময়ে কোনো ব্যবস্থা নেননি। এতে শ্রান্তি বিনোদন প্রাপ্তির নির্ধারিত গত ১২ ডিসেম্বরের পরিবর্তে যেদিন পাস হবে ওইদিন থেকে কার্যকর হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র স্টাফ নার্সরা অভিযোগ করে বলেন, ‘আমরা লিখিত অভিযোগ দিয়েছি। তবে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো রফিকুল ইসলাম আমাদের বিভিন্নভাবে হেনস্তা করার চেষ্টা করে যাচ্ছেন।’

এ বিষয়ে উপ-সেবা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান বলেন, ‘সরকারি চাকরিতে একজন কর্মচারী ৩ বছর পরে শ্রান্তি বিনোদন ভাতা পান। সেটাও যদি পিছিয়ে যায় তবে পরবর্তীতে আবার ৩ বছর পরে এটি নিয়ে সমস্যায় পড়তে হতে পারে। এটির প্রভাবে এমনও হতে পারে যথাযথ সময়ে শ্রান্তি বিনোদন ভাতা না পাওয়ায় অবসরকালীন সময়ের শেষের ৩ বছর পূর্ণ না হলে তিনি দুর্ভাগ্যবশত এই টাকা থেকে বঞ্চিতও হতে পারেন। আমাদের সিনিয়র স্টাফ নার্সরা অনেক কষ্ট করেন। তাই আমি আশা করি যাতে তাদের এই বিষয়টি দ্রুত সমাধান করা হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক রফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ তো যে কেউ দিতে পারে। আমি কারও কাছ থেকে টাকা দাবি করিনি। আমার কাছে আবেদন জমা দিয়েছে ২৭ জন। অফিসে প্রসেসিং একটু দেরি হয়েছে। এ কারণে হয়তো অভিযোগ দিয়েছে।’

এ বিষয়ে বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম নজমূল আহসান বলেন, অভিযোগ পেয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।