
লালমনিরহাট, প্রতিনিধি ।
নির্দিষ্ট তারিখে তিস্তা সড়ক সেতুর ইজারা মূল্য জমা দিতে ব্যর্থ হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠান রানা কন্সট্রাকশন। নির্বাহী প্রকৌশলী (চ:দা:),সহজ, সড়ক বিভাগ, লালমনিরহাট মোঃ আব্দুল মোমেন কর্তৃক গত ২৯ জানুয়ারি ক্ষরিত এক পত্রে জানা গেছে,২০২৪-২০২৫,২০২৫-২০২৬,২০২৬-২০২৭, অর্থ বছরে জন্য লালমনিরহাট সড়ক বিভাগের অধীনে রংপুর – কুড়িগ্রাম জাতীয় মহাসড়কের ২১ তম কিলোমিটারে মেসার্স রানা কন্সট্রাকশন সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন।গত ১২ জানুয়ারি তত্ত্বাবধায়ক প্রকৌশলী,সওজ, রক্ষণাবেক্ষণ সার্কেল, সড়ক ভবন, তেজগাঁও, ঢাকা কর্তৃক এটি অনুমোদন প্রদান করা হয়।গত ১৬ জানুয়ারি উক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইজারা কোটেশনের নিরাপত্তা জামানত, অগ্রীম প্রথম কিস্তি, উদ্ধৃত ইজারা মূল্যের ১৫%ভ্যাট, উদ্ধৃত ইজারা মূল্যের ১০% আয়কর বাবদ সমুদয় অর্থ জমা দানের জন্য জানানো হয়।গত২৯ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত উক্ত অর্থ জমা দানের সর্বশেষ সময় বেঁধে দেয়া হয় কিন্তু রানা কন্সট্রাকশন উক্ত নির্ধারিত সময়ের মধ্যে পে-অর্ডার জমা দানে ব্যর্থ হয়েছেন। তবে পে-অর্ডার সমূহের ইমেজ অনলাইনে ই-মেইল এর মাধ্যমে প্রেরণ করা হয়েছে। এমতাবস্থায় এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে অতিরিক্ত প্রধান প্রকৌশলী সওজ রংপুর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা বরাবর মতামতের জন্য পত্র গত২৯ জানুয়ারীপত্র প্রেরণ করা হয়েছে। নির্বাহী প্রকৌশলী (চ:দা),সওজ লালমনিরহাট মোঃ আব্দুল মোমেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন গত ২৯ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত ঠিকাদার পে-অর্ডার সমূহ জমা দানে ব্যর্থ হয়েছেন পরবর্তী মতামত জানানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।