পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক Logo থাপ্পড়ের প্রতিশোধ নিতেই ঘুমন্ত যুবককে কুপিয়ে হত্যা Logo হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo ভোলার লালমোহন ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo বিমান বিধ্বস্তে ২৪১ যাত্রী নিহত, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক Logo ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক Logo সারা দেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা Logo সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, বিজিবি-এলাকাবাসীর বাধা Logo যশোরর শার্শায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo নওগাঁয় মারধরের পর স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

নগ্ন না হলে সুন্দরী খেতবা পাওয়া যায় না’, একথা প্রমাণ করতেই কি তিনি স্টেজেই নগ্ন হয়ে গেলেন? (ভিডিওসহ)

বাংলার খবর২৪.কম ankita-shorey-wallpapers-and-photos-11-620x330ডেস্ক : ২০১১ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনসাল খেতাব জয়ী মডেল অঙ্কিতা শোরে সম্প্রতি মুম্বাইতে একটি জিম সামগ্রী বিক্রির শোরুম উদ্বোধনে যে পোশাক পরেছিলেন তা নিয়ে গোটা ভারত জুড়ে সমালোচনার ঝড় বইছে। অনেকে প্রশ্ন রেখেছেন ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ বিজয়ী এই সুন্দরী কেন এতো খোলামেলা পোশাক পরলেন।
ওই অনুষ্ঠানে অঙ্কিতার দেহের উর্ধাঙ্গের দুপাশ কাটা একটি পোশাকে শরীরের উন্মুক্ততাই বেশি প্রকাশ পেয়েছে । কিন্তু তাঁর হাবভাব এমনই ছিল যে, খোলামেলা পোশাক তেমন কিছু ধর্ত্যব্যই না। তার মতে, যুগের সাথে চলতে গেলে যুগের উপযোগি পোশাকই পরতে হয়।

এ নিয়ে গত দু’সপ্তাহ যাবত মিডিয়ায় নানা সমালোচনা হয়। এসব সমালোচনা জবাবে অবশেষে অঙ্কিতা মুখ খুললেন। এবার তিনি আরো খোলামেলাভাবে হয়ে গেলেন। তার দাবী, “নগ্ন না হলে মিস এ্যাওয়ার্ডের মতো একটি আকর্ষণীয় পদক জেতা যায় না। শরীরের সুন্দরের সাথে বিচারকদের শরীরী কামনা দিয়ে মুগ্ধ করতে হয়। বিচারকদের খুশী করতে না পারলে পদক পাওয়া প্রায় অসম্ভব। সেজন্য প্রতিযোগিদের বিভিন্ন কৌশলে শরীরের বিভিন্ন অংশ পরিচালকদের দেখাতে হয়, তাদেরকে মুগ্ধ করতে হয়।।”

মিডিয়ার সমালোচনার জবাবে অঙ্কিতা বলেন, “পোশাকের বিষয়ে অত নজর দিলে চলে! বরং পোশাক যত বেশি খোলামেলা হবে, নিজেকে তত বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়।”

জানা যায়, মিস ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল ২০১১ বিজয়ী অঙ্কিতা শোরে শীঘ্রই বলিউডের আঙিনায় পা রাখছেন। এ জন্য তিনি ইতিমধ্যে নির্মাতা-প্রযোজক রাজ কুমার সন্তোষির সাথে ঘনিষ্ঠতাও বাড়িয়েছেন। তাকে খুশী করার জন্য সম্প্রতি একটি জিম সামগ্রী শোরুম উদ্বোধন অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানে রাজ কুমারকে সন্তুষ্ট করাই ছিল তার প্রধানতম লক্ষ্য। সেজন্য তিনি অর্ধনগ্ন হয়ে সেখানে হাজির যান। বার বার তার বক্ষের দুই দিকের কাপড় প্রায় সরেই যাচ্ছিল। এতে তিনি বিন্দুমাত্রও বিব্রত হননি। বরং রাজ কুমারকে খুশী করতে পারাটাই তার আনন্দের বিষয়ে পরিণত হয়েছিল।

জানা যায়, অঙ্কিতা রাজকুমারের ‘আজব প্রেম কি গজব কাহানী’ ছবিতে অভিনয় করার চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটিতে আরো অভিনয় করবেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। আর অঙ্কিতার বিপরীতে অভিনয় করবেন জ্যাকি ভাগনানি।

ছবির প্রযোজক ও পরিচালক চরিত্রটির জন্য প্রথমে সোনম কাপুরের কথা ভেবেছিলেন। এমন কী সেসময় চিন্তার বিষয় ছিলো যেখানে রণবীর-ক্যাটরিনা জুটি অভিনয় করছেন সেখানে সোনম কাপুর অভিনয় করবেন কিনা। এর সমাধান হিসেবেই তারা একটি নতুন জুটি খোঁজা শুরু করেন। আর তখনি নিজেকে প্রমাণের মঞ্চ পান অঙ্কিতা।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

নগ্ন না হলে সুন্দরী খেতবা পাওয়া যায় না’, একথা প্রমাণ করতেই কি তিনি স্টেজেই নগ্ন হয়ে গেলেন? (ভিডিওসহ)

আপডেট টাইম : ০৭:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম ankita-shorey-wallpapers-and-photos-11-620x330ডেস্ক : ২০১১ মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনসাল খেতাব জয়ী মডেল অঙ্কিতা শোরে সম্প্রতি মুম্বাইতে একটি জিম সামগ্রী বিক্রির শোরুম উদ্বোধনে যে পোশাক পরেছিলেন তা নিয়ে গোটা ভারত জুড়ে সমালোচনার ঝড় বইছে। অনেকে প্রশ্ন রেখেছেন ‘মিস ইন্ডিয়া ইন্টারন্যাশনাল’ বিজয়ী এই সুন্দরী কেন এতো খোলামেলা পোশাক পরলেন।
ওই অনুষ্ঠানে অঙ্কিতার দেহের উর্ধাঙ্গের দুপাশ কাটা একটি পোশাকে শরীরের উন্মুক্ততাই বেশি প্রকাশ পেয়েছে । কিন্তু তাঁর হাবভাব এমনই ছিল যে, খোলামেলা পোশাক তেমন কিছু ধর্ত্যব্যই না। তার মতে, যুগের সাথে চলতে গেলে যুগের উপযোগি পোশাকই পরতে হয়।

এ নিয়ে গত দু’সপ্তাহ যাবত মিডিয়ায় নানা সমালোচনা হয়। এসব সমালোচনা জবাবে অবশেষে অঙ্কিতা মুখ খুললেন। এবার তিনি আরো খোলামেলাভাবে হয়ে গেলেন। তার দাবী, “নগ্ন না হলে মিস এ্যাওয়ার্ডের মতো একটি আকর্ষণীয় পদক জেতা যায় না। শরীরের সুন্দরের সাথে বিচারকদের শরীরী কামনা দিয়ে মুগ্ধ করতে হয়। বিচারকদের খুশী করতে না পারলে পদক পাওয়া প্রায় অসম্ভব। সেজন্য প্রতিযোগিদের বিভিন্ন কৌশলে শরীরের বিভিন্ন অংশ পরিচালকদের দেখাতে হয়, তাদেরকে মুগ্ধ করতে হয়।।”

মিডিয়ার সমালোচনার জবাবে অঙ্কিতা বলেন, “পোশাকের বিষয়ে অত নজর দিলে চলে! বরং পোশাক যত বেশি খোলামেলা হবে, নিজেকে তত বেশি আকর্ষণীয় করে উপস্থাপন করা যায়।”

জানা যায়, মিস ইন্ডিয়া-ইন্টারন্যাশনাল ২০১১ বিজয়ী অঙ্কিতা শোরে শীঘ্রই বলিউডের আঙিনায় পা রাখছেন। এ জন্য তিনি ইতিমধ্যে নির্মাতা-প্রযোজক রাজ কুমার সন্তোষির সাথে ঘনিষ্ঠতাও বাড়িয়েছেন। তাকে খুশী করার জন্য সম্প্রতি একটি জিম সামগ্রী শোরুম উদ্বোধন অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন। সেই অনুষ্ঠানে রাজ কুমারকে সন্তুষ্ট করাই ছিল তার প্রধানতম লক্ষ্য। সেজন্য তিনি অর্ধনগ্ন হয়ে সেখানে হাজির যান। বার বার তার বক্ষের দুই দিকের কাপড় প্রায় সরেই যাচ্ছিল। এতে তিনি বিন্দুমাত্রও বিব্রত হননি। বরং রাজ কুমারকে খুশী করতে পারাটাই তার আনন্দের বিষয়ে পরিণত হয়েছিল।

জানা যায়, অঙ্কিতা রাজকুমারের ‘আজব প্রেম কি গজব কাহানী’ ছবিতে অভিনয় করার চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটিতে আরো অভিনয় করবেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। আর অঙ্কিতার বিপরীতে অভিনয় করবেন জ্যাকি ভাগনানি।

ছবির প্রযোজক ও পরিচালক চরিত্রটির জন্য প্রথমে সোনম কাপুরের কথা ভেবেছিলেন। এমন কী সেসময় চিন্তার বিষয় ছিলো যেখানে রণবীর-ক্যাটরিনা জুটি অভিনয় করছেন সেখানে সোনম কাপুর অভিনয় করবেন কিনা। এর সমাধান হিসেবেই তারা একটি নতুন জুটি খোঁজা শুরু করেন। আর তখনি নিজেকে প্রমাণের মঞ্চ পান অঙ্কিতা।