
মোঃ আব্দুর রাজ্জাক, নিজস্ব প্রতিবেদক
অবশেষে লালমনিরহাটের মাথাবিহীন গৃহবধূ হাসিনার মৃতদেহটি উদ্ধারের পর আজ ৮/০৩/২০২৫ ইং তারিখ শনিবার বেলা তিনটাযর দিকে দেহ থেকে বিছিন্ন করা মাথাটি উদ্ধার করেছে প্রশাসন। গৃবধুর নাম মোছাঃ হাসিনা বেগম (৪৫) লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আশরাফুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক।
গত বৃহস্পতিবার ০৬/০৩/২০১৫ ইং তারিখে দুপুরের দিকে পুলিশ রক্তমাখা কাপড় ও হত্যায় ব্যবহ্নিত ধারালো অস্ত্রটি আশরাফুলের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সন্দেহ ছিল পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে । ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।
থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র হতে জানা গেছে, গত বুধবার দুপুরে জেলা সদরের মোগলহাট ইউনিয়নের ২ নং ফুলগাছ গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে মস্তকবিহীন এক নারীর মৃতদেহ সদর থানার পুলিশ উদ্ধার করে। পরে মৃতদেহের আঙ্গুলের ছাপ দিয়ে তার পরিচয় সন্তাক্ত করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। পুলিশ ঘাতক সন্দেহে নিহত গৃহবধূর স্বামীকে খুঁজার পাশাপাশি সন্দেহ জনক ভাবে তার বড়ো স্ত্রীকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চর কুটি বাড়ির একটি তামাক ক্ষেত থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় মাথাবিহীন গৃহবধূ হাসিনার মাথাটি উদ্ধার করে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ হত্যাকাণ্ডের তদন্ত এখনো চলমান রয়েছে কেন কিভাবে তাকে হত্যা করা হয়েছে পরবর্তীতে জানানো হবে তবে নিহতের স্বামীকে ধরতে প্রশাসন মাঠে কাজ করছে।