অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫, ১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

লালমনিরহাটের পাটগ্রামে গণ ইফতার কর্মসূচির উদ্বোধন, ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ

রশিদুল ইসলাম(নিজস্ব)সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রমজান মাস উপলক্ষে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গণ ইফতার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাটগ্রাম চৌরঙ্গী মোড়, বাইপাস মহাসড়ক, নতুন বাস টার্মিনাল, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে প্রায় ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) নির্বাচনী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান মাসে গরীব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ইফতার বিতরণ কর্মসূচি শুধু পাটগ্রামে নয়, পুরো রমজান মাস জুড়ে পৌর এলাকার বিভিন্ন জায়গা ও ইউনিয়ন পর্যায়েও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা আমির শুয়াইব আহমেদ, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর আমির সোহেল রানা এবং পৌর সেক্রেটারি মিরু হাসানসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। তারা ইফতার বিতরণ কর্মসূচিকে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা রক্ষা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। তারা আরও বলেন, এই ধরনের সামাজিক কর্মসূচি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

গণ ইফতার কর্মসূচির প্রথম দিনের সফল আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী দিনগুলোতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের পাটগ্রামে গণ ইফতার কর্মসূচির উদ্বোধন, ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ

আপডেট টাইম : ০২:৩৬:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫

রশিদুল ইসলাম(নিজস্ব)সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রমজান মাস উপলক্ষে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে গণ ইফতার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। পাটগ্রাম চৌরঙ্গী মোড়, বাইপাস মহাসড়ক, নতুন বাস টার্মিনাল, কলেজ মোড়সহ বিভিন্ন স্থানে প্রায় ১০০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। এ উপলক্ষে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) নির্বাচনী আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু। তিনি তার বক্তব্যে বলেন, “রমজান মাসে গরীব-দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ইফতার বিতরণ কর্মসূচি শুধু পাটগ্রামে নয়, পুরো রমজান মাস জুড়ে পৌর এলাকার বিভিন্ন জায়গা ও ইউনিয়ন পর্যায়েও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটগ্রাম উপজেলা আমির শুয়াইব আহমেদ, উপজেলা সেক্রেটারি মনোয়ার হোসেন লিটন, পাটগ্রাম পৌর আমির সোহেল রানা এবং পৌর সেক্রেটারি মিরু হাসানসহ উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ। তারা ইফতার বিতরণ কর্মসূচিকে সামাজিক সম্প্রীতি ও সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ রমজান মাসের পবিত্রতা রক্ষা ও মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখার আহ্বান জানান। তারা আরও বলেন, এই ধরনের সামাজিক কর্মসূচি মানুষের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধকে সুদৃঢ় করে এবং সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে তোলে।

গণ ইফতার কর্মসূচির প্রথম দিনের সফল আয়োজন স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগামী দিনগুলোতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে নেতৃবৃন্দ জানিয়েছেন।