
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ একজন পালাতক ও ৩ থেকে ৪ জন অজ্ঞতনামা আসামি রয়েছে । এ সময় তাদের কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিলও উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় বিষয়টি নিশ্চি করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন ঢাকার ধামরাই বাংগালা এলাকার নওশের আলীর ছেলে জুয়েল, ছোট শাকরাইল এলাকার সুদেব হালদারের ছেলে লিটন হালদার ও মানিকগঞ্জ শিবালয় এলাকার আব্দুল আজিজের ছেলে মো. আসলাম।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার রায় জানান, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কুলাঘাট ইউপির টিকটিকি (সাকোয়ার বাজার) এলাকায় একটি মাইক্রোবাস আটক করা হয়। এ সময় মাইক্রোবাসে অবস্থান করা জুয়েল, লিটন ও আসলাম নামে তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে জুয়েলের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসে একটি বস্তায় থেকে ৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল এবং মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসা করলে তাদের কাছে পাওয়া বিদেশি অবৈধ অস্ত্র ও গুলির স্বপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। অবৈধ অস্ত্র রাখার অপরাধে তাদের গ্রেফতার দেখানো হয়। এই সংক্রান্তে দুটি মামলা রুজু হয়েছে। একটি অস্ত্র মামলা অন্যটি মাদক মামলা। এজাহারনামীয় আসামি ০৪ জন, তার মধ্যে তিনজন গ্রেপ্তার একজন পলাতক রয়েছে এছাড়াও অজ্ঞতানামা ৩/৪ জন রয়েছে
লালমনিরহাট থানার মামলা নং – ৫০, তারিখ- ১৭/০৩/২৫, ধারা- ১৮৭৮ সালের অস্ত্র আইনের 19A এবং লালমনিরহাট থানার মামলা নং – ৫১, তারিখ- ১৭/০৩/২৫, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৩(খ)/৩৮/৪১ রুজু হয়েছে এবং পরবর্তীতে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।