
প্রতিনিধি,গাজীপুর: ১০ বছরের শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ আইন উদ্দিন (২৭) নামে যুবককে আটক করেছে। রোববার শ্রীপুরের নয়নপুর এলাকায় এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার এসআই আশরাফ জানান, ‘ধর্ষক’ আইন উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুর এলাকায়। নয়নপুর এলাকায় ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করে।
রোববার বিকেল সাড়ে ৩টার দিকে আইন উদ্দিন টিভি দেখতে ওই শিশুর বাড়ি যায়। এ সময় শিশুটির বাবা-মা বাড়ি ছিলেন না। এ সুযোগে আইন উদ্দিন ওই শিশুটিকে ধর্ষণ করে। এ সময় শিশুটি চিৎকার দিলে প্রতিবেশীরা এসে ধর্ষককে ধরে পুলিশে সোপর্দ করে এবং শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।