পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক Logo থাপ্পড়ের প্রতিশোধ নিতেই ঘুমন্ত যুবককে কুপিয়ে হত্যা Logo হাতীবান্ধায় অবৈধভাবে জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন  Logo ভোলার লালমোহন ইসলামী শ্রমিক আন্দোলনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত Logo বিমান বিধ্বস্তে ২৪১ যাত্রী নিহত, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যুবক Logo ঘরে মিলল গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক Logo সারা দেশে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা Logo সীমান্তে আবারও পুশ ইনের চেষ্টা, বিজিবি-এলাকাবাসীর বাধা Logo যশোরর শার্শায় পূর্ব শত্রুতার জেরে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo নওগাঁয় মারধরের পর স্ত্রীর মাথা ন্যাড়া করে নির্যাতন, স্বামী গ্রেপ্তার

উন্নয়ন সহযোগীদের নিয়ে ভিন্নমত মুহিত ও মান্নানের

বাংলার খবর২৪.কম : 1414480708উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে একই অনুষ্ঠানে দুই ধরনের বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এমএ মান্নান। রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোতে অর্থ সহায়তা নিয়ে আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনে ভিন্নমত পোষণ করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রী।

সম্মেলন উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই তুলনায় উন্নয়ন সহযোগীদের থেকে তেমন সাড়া পাচ্ছি না আমরা।

অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, উন্নয়ন সহযোগীদের থেকে আমরা অর্থবহ ও যথাযথ সহয়তা পাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা খতিয়ে দেখা দরকার। ২০২০ সালের মধ্যে এলডিসিভুক্ত দেশগুলো থেকে ১৫ শতাংশ দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এক্ষেত্রে আমাদের ৫ ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- সম্পদের যথাযথ উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদের যথাযথ ব্যবহার, দারিদ্র্য দূরীকরণ, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও মানবসম্পদ উন্নয়ন।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে অতীতের তুলনায় বেশ ভালো। দেশে বর্তমানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি উন্নয়নশীল দেশের কাতারে যেতে পারব।

Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরের শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা বেনাপোলে আটক

উন্নয়ন সহযোগীদের নিয়ে ভিন্নমত মুহিত ও মান্নানের

আপডেট টাইম : ০২:৩৩:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম : 1414480708উন্নয়ন সহযোগীদের সহায়তা নিয়ে একই অনুষ্ঠানে দুই ধরনের বক্তব্য দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও প্রতিমন্ত্রী এমএ মান্নান। রাজধানীর সোনারগাঁও হোটেলে মঙ্গলবার সকালে এশিয়া প্যাসিফিক অঞ্চলের স্বল্পোন্নত দেশগুলোতে অর্থ সহায়তা নিয়ে আয়োজিত এক আঞ্চলিক সম্মেলনে ভিন্নমত পোষণ করেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই মন্ত্রী।

সম্মেলন উদ্বোধন করে অর্থমন্ত্রী বলেন, বিশ্বায়ন প্রক্রিয়ার সঙ্গে তাল মিলিয়ে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। কিন্তু সেই তুলনায় উন্নয়ন সহযোগীদের থেকে তেমন সাড়া পাচ্ছি না আমরা।

অন্যদিকে বিশেষ অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান বলেন, উন্নয়ন সহযোগীদের থেকে আমরা অর্থবহ ও যথাযথ সহয়তা পাচ্ছি।

প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, জলবায়ুর ঝুঁকি মোকাবেলায় অনেক উদ্যোগ নেওয়া হয়েছে। সেগুলো কতটুকু বাস্তবায়ন হয়েছে তা খতিয়ে দেখা দরকার। ২০২০ সালের মধ্যে এলডিসিভুক্ত দেশগুলো থেকে ১৫ শতাংশ দেশ উন্নয়নশীল দেশে উন্নীত হবে। এক্ষেত্রে আমাদের ৫ ধরনের চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হলো- সম্পদের যথাযথ উন্নয়ন, অভ্যন্তরীণ সম্পদের যথাযথ ব্যবহার, দারিদ্র্য দূরীকরণ, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও মানবসম্পদ উন্নয়ন।

সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বর্তমানে বাংলাদেশের ভাবমূর্তি বহির্বিশ্বের কাছে অতীতের তুলনায় বেশ ভালো। দেশে বর্তমানে বিনিয়োগের সুষ্ঠু পরিবেশ রয়েছে। আশা করছি আমরা খুব তাড়াতাড়ি উন্নয়নশীল দেশের কাতারে যেতে পারব।