
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের কালীগঞ্জে স্ত্রীর পরকীয়ার সন্দেহ করায় শ্যালিকার হাতে খুন হয়েছেন দুলাভাই দুলু মিয়া (৩৫)।
বৃহস্পতিবার সকালে উপজেলার ভোটমারী ইউনিয়নের হাজরানীয়া পাড়ায় ঘটে এ ঘটনা।
জানা গেছে, বুধবার সন্ধ্যায় স্ত্রীকে মোবাইলে অপরিচিত কারও সঙ্গে কথা বলতে দেখে সন্দেহ করেন দুলু মিয়া।
এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পাশে থাকা এসএসসি পরীক্ষার্থী শ্যালিকা চাঁদনী কাপড় কাটা কাচি দিয়ে দুলাভাইয়ের গলায় আঘাত করেন।
গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেলে নেওয়া হলে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় তার।
ঘটনার পরপরই চাঁদনী পালিয়ে যায়।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে